হাজিরা দিতে গেলেন না রাজীব কুমার, আইনজীবীর পরামর্শ নিল সিবিআই

হাজিরা দিতে গেলেন না রাজীব কুমারহাজিরা দিতে গেলেন না রাজীব কুমার

জাস্ট দুনিয়া ডেস্ক: হাজিরা দিতে গেলেন না রাজীব কুমার, সারা দিন কোথায় তিনি রয়েছেন জানা যায়নি তা-ও। শনিবারই তাঁকে নিজেদের দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু রাজীব সে ডাকে সাড়া দিলেন না।

রাজীব কুমারকে গ্রেফতারির বিষয়ে রক্ষাকবচ শুক্রবারই তুলে নিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মধুমতী মিত্রের রায়ে জানা গিয়েছিল, যে রক্ষাকবচ আদালতের নির্দেশে এত দিন রাজীবের ছিল, তা তুলে নেওয়া হল। এর পরেই আইনজীবীদের একাংশ মনে করেন, রাজীবকে গ্রেফতারির বিষয়ে সিবিআইয়ের আর কোনও বাধা থাকল না।

এই সংক্রান্ত  আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

ওই দিন বিকেলেই সিবিআই নোটিস নিয়ে হাজির হয় রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাড়িতে। তখন রাজীব বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

তবে এ দিন সিবিআই দফতরে যাননি রাজীব। তিনি কোথায় রয়েছেন, জানা যায়নি তা-ও। বিকেলে সিবিআই আধিকারিকদের একটি দল তাদের আইনজীবী ওয়াই জে দস্তুরের বালীগঞ্জ প্লেসের বাড়িতে যান। সেখানে অনেক ক্ষণ আলোচনা করে তাঁরা বেরিয়েও আসেন।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)