জাস্ট দুনিয়া ডেস্ক: হিন্দি দিবসে অমিত শাহ ‘এক দেশ, এক ভাষা’ তত্ত্বকে ফের এক বার উস্কে দিলেন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি দিবস উপলক্ষে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে শাহ দাবি করেন, হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে।
কারণ, বহু ভাষাভাষির এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন এই ভাষাতেই। সারা দেশে একটা ভাষা হওয়া খুব জরুরি। সারা দুনিয়ায় ভারতের পরিচিতিকে তুলে ধরতেই এই মুহূর্তে তা গুরুত্বপূর্ণ। এমন মন্তব্যই করেন তিনি।
এই সংক্রান্ত আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে
এ দিনের বক্তৃতায় শাহ কিন্তু স্বীকার করে নেন যে, ভারত বহু ভাষাভাষীর মানুষের দেশ। এবং প্রতিটি ভাষারই নিজস্ব গুরুত্ব রয়েছে। পরে অমিত শাহ এ নিয়ে একটি টুইটও করেন। সেখানে তিনি লেখেন, ‘‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’’
অমিতের এই মন্তব্যের পরেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্ত মাতৃভাষাকে কখনোই ভোলা উচিত নয়।’’
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)