শ্রীকান্ত মোহতা-কে রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদ করল সিবিআই

শ্রীকান্ত মোহতাশ্রীকান্ত মোহতা

জাস্ট দুনিয়া ডেস্ক: শ্রীকান্ত মোহতা, বিশিষ্ট ওই চলচ্চিত্র প্রযোজক তথা শিল্পপতিকে  এ বার রোজ ভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

বুধবার তাঁকে ডেকে পাঠানো হয়। এ দিন বিকাল তিনটে নাগাদ শ্রীকান্ত মোহতা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন।

রোজ ভ্যালি সংস্থার সঙ্গে শ্রীকান্ত মোহতার সংস্থার একাধিক চুক্তি হয়েছিল। সেই সব চুক্তিবাবদ শ্রীকান্তকে তিনি ২৫ কোটি টাকা দিয়েছিলেন বলে সিবিআই জেরায় দাবি করেছিলেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। তাঁর অভিযোগ, সেই টাকা নেওয়ার পরেও শ্রীকান্ত সেই মতো কাজ করেননি।

এ দিন শ্রীকান্তকে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালি গোষ্ঠী সঙ্গে ২০১০-এ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ওই প্রযোজনা সংস্থা রোজভ্যালিকে ২৫ কোটি টাকার বিনিময়ে ৭০টি ছবি রোজভ্যালির চ্যানেলে দেখানোর স্বত্ত্ব বিক্রি করে। ওই ২৫ কোটি টাকা তিনি কোনও খাতে খরচ করেছেন, তা শ্রীকান্তের কাছে জানতে চাওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাটি ফের শ্রীকান্তকে ডাক পাঠাতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

ডিএ ফের ২ শতাংশ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

এর আগে রোজভ্যালি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তেও শ্রীকান্তের নাম উঠেছিল। এ দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর থেকে বেরিয়ে শ্রীকান্ত মোহতা সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আগেও আমার কাছে কিছু কাগজপত্র চাওয়া হয়েছিল। আমি দিয়েছিলাম। আবার নতুন করে ডেকে পাঠানো হয়। যা জানতে চেয়েছেন ওঁরা, জানিয়েছি।’’