জাস্ট দুনিয়া ডেস্ক: বিষ পান করা শিক্ষিকারা যোগ দিলেন তৃণমূলে, রবিবার তাঁদের হাতে পতাকা তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বদলির প্রতিবাদে গত ২৪ অগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষক, পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলামের নেতৃত্বে সেই শিক্ষিকারা রবিবার তৃণমূলে যোগ দিলেন। ডায়মন্ড হারবার শহরের একটি প্রেক্ষাগৃহে তৃণমূল আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ব্রাত্য।
১৩টি শিক্ষক সংগঠনকে এক ছাতার তলায় এনে গড়ে ওঠে ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’। ওই মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের দাবি, গোটা রাজ্যে এক লক্ষেরও বেশি সদস্য-সমর্থক রয়েছে তাঁদের। বদলির প্রতিবাদে গত অগস্ট মাসে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই পাঁচ শিক্ষক। তাঁরাই এ বার তৃণমূলে যোগ দিলেন। বিষ পান করা শিক্ষিকারা যোগ দিলেন তৃণমূলে, তাঁরা গত ২৪ অগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসার পর সুস্থ হন তাঁরা।
‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর ব্যানারে শিক্ষকদের বদলি-সহ একাধিক দাবিতে আন্দোলন করছিলেন তাঁরা। সেই সংগঠনই এ বার তৃণমূলে বিলীন হতে চলেছে। সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আশ্বস্ত হয়েছি। তাঁরা আমাদের দাবি দাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখছি। এই মুহূর্তে আমাদের সামনে আরও বড় বাঁধা কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখব।’’
বিষপানকারী এক শিক্ষিকা ছবি চাকী দাস বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা খুশি। আমাদের সংগঠন তাই তৃণমূলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’’
তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে রবিবার ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর সকল পদাধিকারী ও সদস্য তৃণমূলে চলে আসছেন। মূলত কেন্দ্রীয় সরকারের শিক্ষাক্ষেত্রে গৈরিক সন্ত্রাসের বিরুদ্ধে তাঁরা লড়াই করতে চান। আগামী দিনে তৃণমূলের পতাকা ধরেই ওঁরা আন্দোলন করবেন।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)