জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যপাল পদ থেকে ধনখড়কে সরানোর দাবিতে তৃণমূল রাষ্ট্রপতির দ্বারস্থ হল। দলের তরফে মঙ্গলবার রাজ্যপাল পদ থেকে তাঁকে সরানোর দাবি জানানো হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে।
রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তৃণমূল বলেছে, ‘রাজ্যপাল অসাংবিধানিক ও আইনবহির্ভূত কাজ করছেন।’ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় অবশ্য পাল্টা বলেছেন, ‘‘তৃণমূল প্রতিদিন সংবিধান অমান্য করছে। তাদের মুখে রাজ্যপাল সম্পর্কে এই অভিযোগ শোভা পায় না।’’
তৃণমূল মুখপাত্র সুখেন্দুশেখর রায় বুধবার বলেন, ‘‘২০১৯ সালের জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যপাল অসাংবিধানিক ও বেআইনি কাজ করে চলেছেন। তাই তাঁকে প্রত্যাহার করতে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য বলা হয়েছে।’’
কোবিন্দকে দেওয়া চিঠিতে সই করেছেন দলের রাজ্যসভা ও লোকসভার মোট পাঁচ সাংসদ। রাজ্যপাল পদে ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কগোড়া থেকেই তিক্ত।
সুখেন্দুবাবু বলেন, ‘‘রাজ্যপাল পুলিশ আধিকারিকদের তালিকা তৈরি করছেন বলে পুলিশকে ভয় দেখাতে চাইছেন। উনি এ সব করার কে?’’ রাজ্য সম্পর্কে রাজ্যপাল যে সব মন্তব্য করেছেন, তা ‘অবমাননাকর’ বলে মন্তব্য করে সুখেন্দুবাবু বলেন, ‘‘রাজ্যপাল নির্বাচন নিয়ে নানা মন্তব্য করছেন। নির্বাচন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। ওঁর নয়।’’
রাজনৈতিক উদ্দেশে ধনখড় এমন কাজ করছেন এই অভিযোগে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি রাজ্য সরকার বা প্রশাসন সম্পর্কে যে-সব কথা বলেছেন, তার তালিকা দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, এ সব মন্তব্য ‘সাংবিধানিক রীতি বহির্ভূত’ এবং ‘অবমাননাকর’।
আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)