জাস্ট দুনিয়া ব্যুরো: চার কেন্দ্রে উপনির্বাচন নির্বিঘ্নেই মিটল রাজ্যে। শনিবার ভোট ছিল কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে। এ দিন যদিও বিধানসভা নির্বাচনের মতো উত্তেজনা ছিল না। তবে চার কেন্দ্রে উপনির্বাচন মূলত শাসকদল তৃণমূল বনাম প্রধান বিরোধী দল বিজেপির মধ্যেই ছিল। কয়েক জায়গায় প্রাথমিক ভাবে ইভিএম নিয়ে সমস্যার অভিযোগ উঠেছে। মিটেও গিয়েছে সে সব। পরের দিকে ভোটগ্রহণ চলে নির্বিঘ্নেই।
নদিয়ার শান্তিপুর কেন্দ্রে গত বিধানসভা ভোটে মুখোমুখি লড়েছিলেন তৃণমূল প্রার্থী অজয় দে এবং বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। লড়াইয়ে ছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তৃণমূলের অজয় পেয়েছেন ৯৩,৮৪৪ ভোট, বিজেপি প্রার্থী জগন্নাথ পেয়েছেন ১,০৯,৭২২ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯,৮৪৮ ভোট। বিজেপির জগন্নাথ ১৫,৮৭৮ ভোটে জয় পেয়েছিলেন। বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৮৬.১৬ শতাংশ। শনিবার সব চেয়ে বেশি ভোট পড়েছে শান্তিপুরে। সেখানে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ৭৬.১৪ শতাংশ। এ দিন বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে শান্তিপুরে। তা ছাড়া নির্বাচন মিটেছে নির্বিঘ্নেই।
কোচবিহারের দিনহাটা কেন্দ্রে মোট ভোটার ২,৯৯,২৫১ জন। ভোট পড়েছিল ৮১.৫৪ শতাংশ। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন উদয়ন গুহ। বিজেপি প্রার্থী ছিলেন নিশীথ প্রামাণিক। এ ছাড়াও ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তৃণমূল প্রার্থী পেয়েছেন ১,১৫,৯৭৮ ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ১,১৬,০৩৫ ভোট। মাত্র ৫৭ ভোটে তৃণমূলকে হারিয়ে দিনহাটা কেন্দ্রে জয়লাভ করেন বিজেপির নিশীথ। কোচবিহারের দিনহাটায় শনিবার ভোট হয়েছে বিক্ষিপ্ত কিছু অশান্তির মধ্যে দিয়ে। ওই কেন্দ্রে ভোট দানের হার ৬৯.৯৭ শতাংশ। দিনহাটায় বিজেপি-র প্রার্থী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। তিনি আবার সাংসদে ফিরে যান। পরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও হন বটে। ওই কেন্দ্র বিজেপি জিতেছিল মাত্র ৫৭ ভোটে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন্দ্রে জোড়াফুল ফুটবে বলে আশাবাদী তৃণমূল প্রার্থী উদয়ন গুহও। যদিও জয়ের আশা ছাড়ছেন না বিজেপি প্রার্থী অশোক মণ্ডল।
একুশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে ভোটে লড়েছিলেন তৃণমূলের জয়ন্ত নস্কর। বিজেপি প্রার্থী ছিলেন চিত্ত প্রামাণিক। ছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী অনিল মণ্ডলও। ভোট পড়েছিল ৮৫.০৮ শতাংশ। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তৃণমূলের জয়ন্ত ২৩,৭০৯ ভোটে হারিয়েছেন বিজেপির চিত্তকে। শনিবার গোসাবায় ভোট পড়েছে ৭৫.৯১ শতাংশ। গোসাবা তৃণমূলের জেতা আসন। বস্তুত দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে ৩০টিই তৃণমূলের দখলে ছিল। তবে তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যুতে ওই কেন্দ্রে উপ নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন কাজল সিংহ। বিজেপি প্রার্থী করেছিল শীলভদ্র দত্তকে। ভোট পড়েছিল ৭৮.৭৬ শতাংশ। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, ২৮,১৪০ ভোটে বিজেপি প্রার্থীকে (৬১,৬৬৭) হারিয়ে জয় পেয়েছেন তৃণমূলের কাজল (৮৯,৮০৭)। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ছিলেন দেবজ্যোতি দাস (২৬,৯১৬)। এ দিন চার কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে এই খড়দহে। মাত্র ৬৩.৯০ শতাংশ। ওই কেন্দ্র অবশ্য তৃণমূলের দখলে থাকা আসন। ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিংহ। তাঁর মৃত্যুতেই ফের ভোট হল ওই কেন্দ্রে। শনিবার ওই কেন্দ্রে ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই।
এই উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২ নভেম্বর।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)