জাস্ট দুনিয়া ডেস্ক: গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জোয়ার, আছড়ে পড়ল সমর্থনের ঢেউ। সেখানকার ভাষায় মানুষকে কাছের করে নিলেন তিনি। রাস্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে দেখতে নামলেন সেখানকার মহিলারা। অচেনা গোয়ায় পত পত করে উড়ল তৃণমূলের পতাকা। আবার ফেরার প্রতি শ্রুতি দিয়ে এলেন তিনি। প্রতিশ্রুতি দিলেন সবার কথা শোনার। সফর শেষে তাঁর বক্তব্য, ‘‘আমার গোয়া সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, তারা আমাকে যে ভালবাসা দিয়েছে তার জন্য আমি প্রতিটি গোয়ানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই! আমি তাদের নির্ভীক চেতনায় বিস্মিত, শান্তি বিঘ্নিত এবং রাজ্যের বৃদ্ধি ও বিকাশকে বাধাগ্রস্তকারী সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করাই তাদের সংকল্প! এটা আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রতিশ্রুতি যে আপনাদের সকল সমস্যা শোনা হবে এবং সমাধান করা হবে। গোয়ায় গণতন্ত্রের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পরিবার আপনার পাশে দাঁড়াবে। আমরা নতুন ভোরের জন্য একসঙ্গে লড়াই করব!’’ দেখে নিন টুকরো টুকরো ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)