জাস্ট দুনিয়া ডেস্ক: দ্বিতীয় বিচ্ছেদের কথা আগেই ঘোষণা করেছিললেন অভিনেতা Aamir Khan । তার আগে থেকেই তাঁর সঙ্গে অভিনেত্রী ফতিমা সানা শেখের সম্পর্ক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তা আরও জোড়াল হয়। এদিন একটি ছবি সেই জল্পনাকে রীতিমতো তুঙ্গে পৌঁছে দিয়েছেই বলা যেতে পারে। এমন কী শোনা যাচ্ছে ইতিমধ্যেই গোপনে বিয়ে সেরে ফেলেছেন আমির খান ও ফতিমা সানা শেখ। আগে থেকেই দেখা যাচ্ছিল বিভিন্ন পার্টিতে ফতিমাকে নিয়েই পৌঁছচ্ছিলেন আমির। প্রাথমিকভাবে আমিরের তৎকালীন স্ত্রী কিরণ বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরবর্তী ক্ষেত্রে যে সেটা মেনে নিতে পারেনি তা পরিষ্কার হয়ে যায় তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসতেই।
আমির ও ফতিমার যে ছবিটি সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে ফতিমাকে দেখা যাচ্ছে গোল্ডেন রঙের শাড়ি পড়ে আমিরের পাশে দাঁড়িয়ে ফতিমা। বোঝাই যাচ্ছে কোনও অনুষ্ঠানে গিয়েছেন দু’জনে। তবে আরও একটু ভাল করে খেয়াল করলে দেখা যাবে ছবিটি তৈরি করা। আমির ও কিরণের পুরনো একটি ছবিতে কিরণের জায়গায় ফতিমার মুখ বসানো হয়েছে। যিনি এই ছবিটি পোস্ট করেছেন তিনি কার্যত আমির খানকে আক্রমণ করার জন্যই যে করেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি ছবিটি পোস্ট করে লেখেন, ‘‘এই সেই আমির খান যিনি সত্যমেব জয়তে তৈরি করে ছোটদের বিয়ে, বহু বিবাহ, পণ প্রথার উপর নিশ্চি বলবে।’’
ফতিমা সানা শেখকে প্রথমে দেখা যায় আমির খানের ‘দঙ্গল’ ছবিতে। যেখানে তিনি আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এক মহিলা কুস্তিগীরের জীবন কাহিনী নিয়েই তৈরি হয়েছিল ছবিটি। ২০১৬-তে মুক্তিপ্রাপ্ত এই ছবি সাফল্যের মুখ দেখেছিল। সেই থেকেই জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নাম উঠে আসে ফতিমার। তবে এই সাফল্য তাঁকে বলিউডে নায়িকার তকমা দিতে পারেনি। বরং সে ভাবে কাজও পাননি তিনি। জানা যায় আমিরের কথাতেই ফতেমাকে ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে সুযোগ দিয়েছিলেন আদিত্য চোপড়া। এই সেই টুইট…
প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। তাঁর সঙ্গেও সিনেমার ফ্লোরেই আলাপ আমিরের। ১৫ বছরের সংসার জীবন শেষ হয়েছে গত মাসেই। দুই বিয়ে মিলে আমির দুই পুত্র ও এক কন্যার বাবা। কিরণ ও তাঁর পুত্রকে বিচ্ছেদ হলেও এক সঙ্গেই মানুষ করবেন বলে জানিয়েছিলেন আমির। তাঁদের যৌথ সংস্থাও চলবে স্বাভাবিক নিয়মেই। দু’জনের বিবাহ বিচ্ছেদ হলেও বন্ধুত্ব বজায় থাকার কথা জানিয়েছিলেন দু’জনেই।তবে সব কিছুর শেষে যেটা প্রশ্ন, যে ব্যক্তি এমন ভূয়ো ছবি ভাইরাল করলেন তাঁর কী উদ্দেশ্য ছিল। সঙ্গে আমির আর ফতিমার সম্পর্কই বা কী, কেনই বা তাঁরা সেই সম্পর্ক সামনে আনছেন না।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)