ভ্যাবাচ্যাকা খাওয়াতে ফের আসছেন বিশ্বনাথ ও সায়ন

ভ্যাবাচ্যাকাভ্যাবাচ্যাকা

নবনীতা দাশগুপ্ত


ভ্যাবাচ্যাকা খাবেন রবিবার? হ্যাঁ খাবেন তো বটেই। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে কমেডি শো ‘ভ্যাবাচ্যাকা সিজন টু’।

এ বারেও সঞ্চালনায় বিশ্বনাথ বসু এবং সায়ন। ফুল মস্তিতে ভরা এই শো-এর কুড়িটি পর্বের শুটিং শেষ। শুধুমাত্র দর্শকের দরবারে আসার অপেক্ষা। খেলাতেও আছে চমক। আছে প্রশ্নের লড়াই। তবে, খুব বেশি কঠিন প্রশ্ন করা হবে না প্রতিযোগীদের। নাভিশ্বাস ছুটিয়ে দেওয়ার মতো খেলা আছে ষোলো আনা। প্রতি পর্বের শেষ রাউন্ডে আছে দারুণ চমক। সঞ্চালক বিশ্বনাথ বসুর কথায়: ‘‘মানুষের জীবনে হাজারো সমস্যা আছে। কথা দিচ্ছি রবিবার রাত ৯টা অনেক সমস্যা ভুলিয়ে দেবে এক লহমায়।’’

আগের সঙ্গে এই সিজনের ঠিক কোথায় পার্থক্য? এ প্রশ্নের জবাবে শো -এর আর এক সঞ্চালক সায়ন সহাস্যে বললেন, ‘‘একটাই পার্থক্য। আমি আগের থেকে অনেকটা মোটা হয়েছি আর বিশ্বনাথদা অনেকটা রোগা হয়েছে। মজার দমক একই থাকবে। খেলায় একটুআধটু বদল তো থাকবেই। সেটা জানার জন্য দেখতে হবে সিজন টু।’’

তনুশ্রী দত্ত মুখ খুললেন ১০ বছর পর, আঙুল তুললেন কোন অভিনেতার দিকে?

‘‘মানুষের জীবনে হাজারো সমস্যা আছে। কথা দিচ্ছি রবিবার রাত ৯টা অনেক সমস্যা ভুলিয়ে দেবে এক লহমায়।’’ বিশ্বনাথ

বিভিন্ন পর্বে খেলতে আসবেন বিভিন্ন ক্ষেত্রের সেলেব্রিটি-সহ স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে নানা চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা। আসবেন শিলাজিৎ মজুমদার, উজ্জয়িনী দাশগুপ্ত, লগ্নজিতা চক্রবর্তী, মানালি দে, সন্দীপ্তা সেন-সহ আরও অনেকে। এই অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়।

ভ্যাবাচ্যাকা নিয়ে ওঁরা কী বললেন দেখে নিন ভিডিয়োয়

‘‘একটাই পার্থক্য। আমি আগের থেকে অনেকটা মোটা হয়েছি আর বিশ্বনাথদা অনেকটা রোগা হয়েছে। মজার দমক একই থাকবে। খেলায় একটুআধটু বদল তো থাকবেই। সেটা জানার জন্য দেখতে হবে সিজন টু।’’ সায়ন

ভ্যাবাচ্যাকা-র শুটিং করার ক’টা দিন হোটেলে থেকেছেন বিশ্বনাথ এবং সায়ন। খুব চটজলদি শুটিং শেষ হয়েছে শো-এর। খেলার পরিকল্পনা চ্যানেলের মুম্বই টিমের। টেকনিশিয়ানরা অবশ্য কলকাতারই।

এ বারেও সঞ্চালনায় বিশ্বনাথ বসু এবং সায়ন। ফুল মস্তিতে ভরা এই শো-এর কুড়িটি পর্বের শুটিং শেষ। শুধুমাত্র দর্শকের দরবারে আসার অপেক্ষা। খেলাতেও আছে চমক। আছে প্রশ্নের লড়াই। তবে, খুব বেশি কঠিন প্রশ্ন করা হবে না প্রতিযোগীদের। নাভিশ্বাস ছুটিয়ে দেওয়ার মতো খেলা আছে ষোলো আনা।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে প্রতি রবিবার ঠিক রাত সাড়ে ৯ টায় দেখুন ‘ভ্যাবাচ্যাকা’।

ভ্যাবাচ্যাকা

ভ্যাবাচ্যাকা