আধার কোন কোন ক্ষেত্রে প্রয়োজন তা বুধবার নির্দিষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

আধার

জাস্ট দুনিয়া ডেস্ক: আধার নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। আর সেই রায়ে জানিয়ে দেওয়া হল, কোন কোন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক আর কোথায় কোথায় নয়।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই সংক্রান্ত রায় শোনায়। সেখানে বলা হয়, মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বরের সংযুক্তি বাধ্যতামূলক নয়। পাশাপাশি এটাও জানানো হয় যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও আধারের সংযুক্তি কোনও বাধ্যবাধ্যতকা নেই। এমনকি, সিবিএসই, এনইইটি, ইউজিসি-র পরীক্ষা, স্কুলে ভর্তির ক্ষেত্রে, শিশুদের প্রাপ্য সরকারি প্রকল্পের ক্ষেত্রেও বাধ্যতামূলক নয়। এ ছাড়া বেসরকারি সংস্থাগুলিও আধার নম্বর চাইতে পারে না বলে সুপ্রিম কোর্টের মত।

তবে, প্যান কার্ড করাতে গেলে আধার নম্বর প্রয়োজন বলেই জানিয়েছে শীর্ষ আদালত। আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার জরুরি। কারণ সে ক্ষেত্রে প্যান-আধার সংযুক্তির প্রয়োজন রয়েছে।

কোনও ব্যক্তি যদি ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত হন

এ দিন পাঁচ সদস্যের বেঞ্চের রায়ে ভিন্ন সুর শোনা গিয়েছে বিচারপতিদের গলায়। মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারপতি এ কে সিক্রি। তবে, ভিন্ন মত থাকায় আধার নিয়ে একটি পৃথক রায় লিখেছেন ওই বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আধার থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলে, এ ক্ষেত্রে গোপনতার অধিকার (রাইট টু প্রাইভেসি) লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলে মোট ২৭টি মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃ্ত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি হয় সেই মামলার। এ দিন সেই মামলারই রায় বেরোলো।

আধার নিয়ে কেন্দ্রে অবস্থানের উল্টো দিকেই বরাবর রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে রয়েছেন ইতালির মিলানে। সেখান থেকে এ দিনের রায়ের কথা শোনার পর তিনি বলেন, ‘‘মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের নির্দেশের বিরুদ্ধে মামলা করেছিলেন আমাদের দলের বিধায়ক মহুয়া মৈত্র। সেই মামলায় সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এই রায় সাধারণ মানুষের জয়।’’

ইতিমধ্যেই দেশের একশো কোটিরও বেশি নাগরিক আধারে নথিভূক্ত করিয়েছেন। এর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইলের সিম কার্ড নেওয়া, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল কেন্দ্র। এ ছাড়া সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্যও আধার কার্ড অবশ্য প্রয়োজনীয় বলে জানায় কেন্দ্র। সুপ্রিম কোর্টের রায়ে কার্যত সেই নির্দেশ আর কার্যকর থাকছে না বলেই জানাচ্ছেন আইনজীবীরা।