জাস্ট দুনিয়া ব্যুরো: মানুষের পাশে দেব যে আছেন তা নিয়ে তাঁর কেন্দ্রের ভোটারদের কোনও সন্দেহ নেই। এতগুলো বছর ধরে নিয়মিত তাঁদের জন্য লড়াই করে চলেছেন রূপোলী পর্দার গ্ল্যামার হিরো। কিন্তু রাজনীতির দুনিয়ায় তিনি সেই মাঠেরই মানুষ। তাই ঝড়, জল যা পরিস্থিতিই হোক না কেন দেবকে পাওয়া যায় তাঁর এলাকায়। এবার আগে থেকেই সেই বার্তা দিয়ে রেখেছেন তিনি। তিনি আছেন তাঁদের পাশে। মঙ্গলবার ফেসবুকে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই এক সঙ্গে লড়ার বার্তা দেন। তিনি বলেন, ‘‘কঠিন সময়ে একসঙ্গে লড়তে হবে।’’
তিনি তাঁর ভিডিও পোস্টে লেখেন, ‘‘মহামারির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে আমাদের সকলকে এক হয়ে লড়তে হবে, ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসছে আমাদের রাজ্যে। যে কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে নিম্নলিখিত কন্ট্রোল রুমের নম্বর গুলিতে যোগাযোগ করুন যে কোনও প্রকার সহায়তার জন্য। সবসময় আপনাদের পাশে আছি এবং সকলে একসঙ্গে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবো।’’
এই বার্তার সঙ্গেই কন্ট্রোল রুমের ফোন নম্বরও ভাগ করে নিয়েছেন তিনি। কন্ট্রোল রুম নম্বর – 6296060699 / 03222267983
(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)