রেখার ঠুমকা, শ্রীদেবীর স্মৃতি নিয়ে শেষ হল এ বারের আইফা

রেখার ঠুমকা, শ্রীদেবীর স্মৃতি

জাস্ট দুনিয়া ব্যুরো: রেখার ঠুমকা, শ্রীদেবীর স্মৃতি যেমন ছিল তেমনই ছিল করণ-রীতেশ জুটির মজা। এর মধ্যে দিয়েই শেষ হল আইফা। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কারের আসর এ বার অনেকটা সময়ই ডুবে ছিল শ্রীদেবীর স্মৃতিতে। শ্রীদেবীর সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে গিয়ে মঞ্চে কেঁদে ফেললেন বনি কপুর। তাঁকে সামলালেন ছেলে অর্জুন কাপুর। অসুস্থ ইরফান খানের নাম সেরা অভিনেতা হিসেবে ঘোষণা হওয়ার পরই দেখা গেল আবেগান্বিত বলিউডকে।

তবে প্রতি বছরের মতো এ বারও জাকজমকের সঙ্গেই শেষ হল আইফা। আইফার মঞ্চ এ বার আলো করে ছিলেন রেখা, রনবীর কাপুর, বরুণ ধাওয়ান, অনীল কাপুর, অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর, কীর্তি শ্যানন, করণ জোহরসহ বলিউডের প্রায় সব সেলিব্রিটিরাই ছিলেন আইফার মঞ্চে। শো পরিচালনা করলেন করণ জোহর ও রীতেশ দেশমুখ।

বোঝাই যাচ্ছে এই দু’য়ের পরিচালনায় জমে গিয়েছিল আইফার আসর।  ১০ বছর পর ব্যাংককে ফেরা আইফার আসর মাতল রেখার নাচেও। যেন সেই আট, ন’য়ের দশকের রেখা আবার ধরা দিলেন ফ্যানদের মনে। বলিউডের নামজদা সেলিব্রিটিরাও গোগ্রাসে গিললেন রেখার পারফর্মেন্স।

আর তিনি মঞ্চ মাতালেন বিখ্যাত ‘সালামে ইস্ক’ দিয়ে। এ ছাড়া পারফর্ম করলেন রনবীর কাপুর, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুররা। রেখা সহ-অভিনেতাআর পুরস্কার তুলে দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির হাতে। ডেবিউ ডিরেক্টর হিসেবে বাংলার মুখ উজ্জ্বল করলেন কঙ্কনা।

হস্তমৈথুনের দৃশ্যে লতা মঙ্গেশকরের গান, এবার

দেখে নেওয়া যাক এ বার কারা কী পুরস্কার পেলেন…

সেরা ছবি: তুমহারি সুলু

সেরা অভিনেত্রী: শ্রীদেবী (মম)

সেরা অভিনেতা: ইরফান খান (হিন্দি মিডিয়াম)

সেরা সহ-অভিনেত্রী: মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)

সেরা সহ-অভিনেতা: নওয়াজউদ্দিন সিদ্দিকি (মম)

কঙ্কনা সেনশর্মা।

সেরা পরিচালক: সাকেত চৌধুরী (হিন্দি মিডিয়াম)

সেরা ডেবিউ পরিচালক: কঙ্কনা সেনশর্মা (আ ডেথ ইন দ্য গুঞ্জ)

ভারতীয় সিনেমার জগতে অসাধারণ কৃতিত্ব: অনুপম খের

সেরা কাহিনী: অমিত ভি মাসুরকর (নিউটন)

সেরা সঙ্গীত পরিচালনা: অমল মালিক, তানিষ্ক বাগচি, অখিল সচদেব (বদ্রীনাথ কি দুলহনিয়া)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: প্রীতম (জগ্গা জাসুস)

রনবীর কাপুরের পারফর্মেন্স।

সেরা স্ক্রিন প্লে: নীতেশ তিওয়ারি, শ্রেয়াস জৈন (বরেলি কি বরফি)

সেরা প্লে ব্যাক গায়িকা: মেঘনা মিশ্রা (ম্যায় কন হু-সিক্রেট সুপারস্টার)

সেরা প্লে ব্যাক গায়ক: অরিজিৎ সিং (হাওয়ায়ে-জব হ্যারি মেট সেজাল)

সেরা গান:  নুসরত ফতে আলি,এ১ মেলডি ফানা এবং মনোজ মুন্তাশির (মেরে রসকে কমর-বাদশাহো)

সেরা নৃত্য পরিচালক: বিজয় গঙ্গোপাধ্যায় ও রুয়েল সওসন ভারিনদাদই (গলতি সে মিসটেক-জগ্গা জাসুস)

সেরা স্টাইল আইকন: কৃতি শ্যানন