জাস্ট দুনিয়া ডেস্ক: ষষ্ঠীতে কাজল পুজোর প্যান্ডেলে, সঙ্গে নিয়ে গেলেন মা তনুজাকেও। সপরিবার শারদ উৎসবে মেতে উঠলেন অভিনেত্রী।
মুখার্জী পরিবারের পুজোয় প্রতি বছরই দেখা যায় তাঁকে। এ বার অন্য একটি পুজোর প্যান্ডেলে ষষ্ঠীর সকালেই পৌঁছন কাজল। প্রথমে প্রতিমা দর্শন করে সময় কাটান আত্মীয়স্বজনদের সঙ্গে।
আরও খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে
শুক্রবার তাঁর পরনে ছিল লাল রঙের কুর্তি এবং পালাজ্জো। সঙ্গে মানানসই ওড়না। কানে ভারী দুল। সঙ্গে হাতে বোনা ব্যাগ। বোন তানিশা সেটি বানিয়েছেন বলেও জানান কাজল। তানিশা এবং তনুজা— দু’জনেই এ দিন শাড়ি পরেছিলেন।
গত বছর পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘সোনার পাহাড়’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তনুজা। দুই মেয়ের সঙ্গে ষষ্ঠীতে দুর্গা প্রতিমা দর্শন করেন তিনি।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)