Koffee With Karan আর ফিরবে না, জানিয়ে দিলেন করণ জোহর

Koffee With Karan

জাস্ট দুনিয়া ডেস্ক: Koffee With Karan একটি বিখ্যাত শোয়ের নাম। যা একটা সময় ঘুরত মানুষের মুখে মুখে। যেখানে সব জগতের সেলিব্রিটিদের সঙ্গে জমিয়ে আড্ডা জুড়ে দিতেন পরিচালক করণ জোহর। তা নিয়ে কখনও কেউ বিরক্ত হয়েছেন তো কখনও বিতর্ক দানা বেঁধেছে। বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়তে হয়েছিল দুই নিয়মিত ক্রিকেটারকে। প্রভাব পড়েছে তাঁদের কেরিয়ারে। একজন ফিরলেও আর একজন সে ভাবে এখনও ফিরতে পারেননি। তার মধ্যেই করণ জোহরের ঘোষণা, ‘‘আর ফিরবে না কফি উইথ করণ।’’

২০১৯-এ এই অনুষ্ঠানের সিজন ৬ দেখানো হয়েছিল। কিন্তু পরের বছরই হানা দেয় করোনাভাইরাস। তার পর থেকে আর এই অনুষ্ঠানের জন্য কোনও শুটিং হয়নি। তিন বছরে সোশ্যাল মিডিয়ায় বার বার ঘুরে ফিরে এসেছে এই শোয়ের ক্লিপিংস। কিন্তু শো আর শুরু হয়নি। মানুষ পুরনো শোয়ের ক্লিপিংস দেখেছে প্রচুর পরিমাণ। তার মধ্যেই করণ জোহরের ঘোষণা আর হবে না এই শো।

তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘হেলো, কফি উইথ করণ আমার জীবনের একটা অংশ, আপনাদেরও। এখনও পর্যন্ত ৬টি সিজন হয়েছে। আমার মনে হয় আমরা এই শোয়ের মাধ্যমে একটা প্রভাব বিস্তার করতে পেরেছি। এবং পপ সংস্কৃতির ইতিহাসে আমরা একটা জায়গা করেছি। আর সেই কারণেই, দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে কফি উইথ করণ আর ফিরবে না।’’

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

এই শো বলিউডের অনেক বিতর্ককে উসকে দিয়েছে। এই শোয়ে সবাইকে খুল্লামখুল্লা কথা বলতে বলা হত। করণও এমন এমন  প্রশ্ন করতেন যা বিতর্কের সৃষ্টি করত। যার ফলে জবাবও আসত বিতর্কীত। সে কঙ্গনা রানাওতের বলিউড নেপোটিজম হোক বা লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ড্যের নারী সমাজকে অপমানের বক্তব্যই হোক। একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে এই শো। এই শো ফেরার যে কথা শোনা যাচ্ছিল তাতে নিশ্চিত করে দাঁড়ি টানলেন করণ। তবে কানাঘুঁষে শোনা যাচ্ছে অন্য কোনও শো নিয়ে আসবেন করণ জোহর।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)