জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় সিনেমার সর্বোচ্চ পুরস্কার-এর অনুষ্ঠান হয়ে গেল সোমবার গোয়ায়। সেখানে বাংলার জয় জয়কার। একাধিক ন্যাশনাল ফিল্ম ফেয়ার ২০২১ এল বাংলার ঘরে। আবারও জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত। দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় রজনীকান্তকে। সেরা ছবির শিরোপা ছিনিয়ে নিল সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিঁছোরে। আজ তিনি বেঁচে থাকলে গর্বিত হতেন। কিন্তু এটা তাঁকেও সম্মান জানানো হল। এক নজরে দেখে নেওয়া যাক এ বছরের বিজয়ীদের নামের তালিকা—
সেরা বাংলা সিনেমা: গুমনামী
সেরা নেপথ্য সঙ্গিত: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র-বাংলা)
সেরা স্ক্রিনপ্লে (অরিজিনাল): জ্যেষ্ঠপুত্র (বাংলা)
সেরা স্ক্রিনপ্লে (সংগৃহীত): গুমনামী (বাংলা)
সেরা পরিচালক: শুধাংশু সারিয়া (নক নক নক-ইংলিশ/বাংলা)
সেরা হিন্দি সিনেমা: ছিছোরে
সেরা তেলেগু সিনেমা: জার্সি
সেরা তামিল সিনেমা: আসুরন
সেরা মালায়ালম সিনেমা: কাল্লা নোট্টম
সেরা পানিয়া সিনেমা: কেনজিরা
সেরা মিশিং সিনেমা: আনু রুয়াদ
সেরা খাসি সিনেমা: লিউদু
সেরা ছত্তিশগড়ি সিনেমা: ভুলান দা মেজ
সেরা হরিয়ানভি সিনেমা: ছোড়িয়া ছোড়ো সে কম নেহি হোতি
সেরা পঞ্জাবি সিনেমা: রব দা রেডিও ২
সেরা টুলু সিনেমা: পিঙ্গারা
সেরা ওড়িয়া সিনেমা: কালিরা অতিতা অ্যান্ড সালাবুধার বদলা
সেরা মণিপুরী সিনেমা: এইগি কোনা
সেরা মরাঠি সিনেমা: বারদো
সেরা কোঙ্কনি সিনেমা: কাজরো
সেরা কন্নড় সিনেমা: আকশি
সেরা বাংলা সিনেমা: গুমনামী
সেরা অসমিয়া সিনেমা: রোনুয়া – হু নেভার সারেন্ডার
বিশেষ প্রাপ্তি: জোনাকি পড়ুয়া (অসমিয়া), লতা ভগবান করে (মরাঠি), পিকাসো (মরাঠি)
সেরা ফিচার ফিল্ম: মারাক্কার: লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি (মালায়লাম)
সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী (ভোঁসলে-হিন্দি) এবং ধনুশ (আসুরান-তামিল)
সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাউত (পঙ্গা ও মনিকর্ণিকা-হিন্দি)
সেরা সহ-অভিনেতা: বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স-তামিল)
সেরা সহ-অভিনেত্রী: পল্লবী জোশী (দ্য তশকন্ত ফাইলস-হিন্দি)
সেরা পরিচালক: সঞ্জয় পুরান সিং চৌহান (ভত্তর হুরানি-হিন্দি)
সেরা অভিষেক সিনেমার পরিচালক: মাথুকুট্টি জেভিয়ার (হেলেন-মালায়লাম)
সেরা শিশু অভিনেতা: নাগা ভিশাল (কেডি-তামিল)
সেরা অ্যাকশন ডিরেক্টর: আভানে শ্রীমান্নারায়ানা (কন্নর)
সেরা কোরিওগ্রাফার: মহাঋষি (তেলেগু)
সেরা স্পেশাল এফেক্ট: মারাক্কার: লায়ন অফ দ্য অ্যারাবিয়ানি সি (মালায়লাম)
সেরা জুরি পুরস্কার: ওথথা সিরুপ্পি সাইজ ৭ (তামিল)
সেরা লিরিক: প্রভা ভর্মা (কোলাম্বি-মালয়ালাম)
সেরা সঙ্গিত পরিচালক: ডি ইম্মান (বিশ্বাসম-তামিল)
সেরা মেক-আপ আর্টিস্ট: রঞ্জিথ (হেলেন-মালায়লাম)
সেরা কস্টিউম: সুজিথ এবং সাই (মারাক্কার-মালায়লাম)
সেরা প্রোডাকশন ডিজাইন: আনন্দী গোপাল (মরাঠী)
সেরা এডিটিং: জার্সি (তেলেগু)
সেরা অডিওগ্রাফি: লিউদুধ (খাসি)
সেরা স্ক্রিনপ্লে (ডায়লগ): দ্য তাশকন্দ ফাইল (হিন্দি)
সেরা সিনেমাটোগ্রাফি: জালিকাট্টু (মালায়লাম)
সেরা প্লে-ব্যাক গায়িকা: সাভানি রবীন্দ্র (বারদো-মারাঠী)
সেরা প্লে-ব্যাক গায়ক: বি প্রাক (কেশরী-হিন্দি)
সেরা শিশুদের ছবি: কস্তুরী (হিন্দি)
ফিল্ম ফ্রেইন্ডলি রাজ্য: সিকিম
সেরা ফিল্ম ক্রিটিক: সোহিনী চট্টোপাধ্যায়
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)