রাজকুমার রাও বিয়ে করলেন বাঙালি পত্রলেখাকে, ১১ বছরের প্রেম-বন্ধুত্ব

রাজকুমার রাও বিয়ে করলেন

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজকুমার রাও বিয়ে করলেন বাঙালি পত্রলেখাকে। দু’জনের মধ্যে প্রায় ১১ বছরের প্রেম-বন্ধুত্ব রয়েছে। সোমবার চণ্ডীগড়ের দি ওবেরয় সুখবিলাস রিসর্টে হিন্দু মতে দু’জনের বিয়ে হয়। রাজকুমার রাও বিয়ে করলেন ধূসর শেরওয়ানি পরে। আর পত্রলেখা লাল রঙের লেহেঙ্গা। সেই ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজকুমার লিখেছেন, ’১১ বছরের ভালবাসা, রোম্যান্স, বন্ধুত্ব ও মজার পরে আমি অবশেষে বিয়ে করলাম আমার আজকের সময়ের সব কিছু, প্রাণের দোসর, বেস্ট ফ্রেন্ড, পরিবারকে। পত্রলেখা। আজ আমার জীবনে তোমার স্বামী ডাক শোনার চেয়ে বড় কিছু আর নেই। এখন থেকে সর্বদা.. এবং তার পরেও।’

পত্রলেখা নিজেও রাজকুমারের সঙ্গে তাঁর বিয়ের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি আমার আজকের সময়ের সব কিছু, আমার বয়ফ্রেন্ড, পার্টনার ইন ক্রাইম, আমার পরিবার, প্রাণের দোসর… গত ১১ বছর ধরে আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলাম। রাজকুমার, তোমার স্ত্রী হওয়ার থেকে বড় কোনও অনুভূতি আমার জীবনে নেই।’

View this post on Instagram

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

রবিবারই এখটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করতে দেখা গিয়েছিল রাজকুমারকে। সোমবার বিয়েই সেরে ফেললেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এ বার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্রও লিখে ফেলেছেন নতুন বর। অন্য দিকে, পত্রলেখার লেহেঙ্গার পাড়ে লেখা ফুটে উঠেছে— ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। লাল লেহেঙ্গায় যেন পত্র লিখলেন নববধূ পত্রলেখা।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)