বায়োপিকে নিজের চরিত্রে কঙ্গনা রানাওয়াত বা আলিয়া ভাটকেই চাইছেন মনীষা কৈরালা

মনীষা কৈরালামনীষা ও নার্গিস

ডোডো রে


সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করছেন মনীষা কৈরালা, প্রায় এক দশক পর। তেলুগু ছবি ‘প্রস্থানম’-এর হিন্দি রিমেকেই দেখা যাবে এক সময়ের হিট জুটিকে।

২০০৮-এ শেষ বার সঞ্জয়ের বিপরীতে মনীষাকে দেখা গিয়েছিল ‘মেহবুবা’তে। তার আগে এই জুটির সফল ছবিগুলি হল ‘ইয়ালগার’, ‘কার্তুজ’, ‘বাগি’।

অরিজিন্যাল তেলুগু ছবির পরিচালকই হি‌ন্দি রিমেক ছবিটি করছেন। অ্যাকশনে সমৃদ্ধ এই রাজনৈতিক প্রেক্ষাপটের ছবিটি নিয়ে দারুণ উত্তেজিত মনীষা।

সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে তাঁর মা নার্গিস দত্তের ভূমিকায় মনীষার অভিনয় দেখতে মুখিয়ে আছে দর্শক। তার মাঝেই সঞ্জয়ের বিপরীতে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আপ্লুত এই শিল্পী।

হস্তমৈথুনের দৃশ্যে লতা মঙ্গেশকরের গান, তোলপাড় বলিউড

মনীষা স্মৃতি থেকে জানিয়েছেন, তিনি কৈশোরে সঞ্জয় দত্তের ফ্যান ছিলেন। যখন তিনি স্কুলে পড়েন, তখন সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’ মুক্তি পায়। তার পর কয়েক বছরের ব্যবধানে সঞ্জয়ের বিপরীতে অভিনয় করার সুযোগ পাওয়াটা তাঁর কাছে স্বপ্নের মতোই।

সঞ্জয় দত্তের জীবনে যতই উত্থান-পতন আসুক, যতই তাঁকে জেলবাস করতে হোক, মনীষা মনে করেন সঞ্জয় এক জন হৃদয়বান মানুষ। শুটিঙে তিনি স্পটবয়, সহকারী পরিচালক থেকে সব স্তরের মানুষের সঙ্গেই সমান ভাবে মেশেন এবং হৃদয় দিয়েই সকলকে ভালবাসেন।

মনীষা নিজে অবশ্য মনে করেন, তাঁর জীবন নিয়ে বায়োপিক হয়তো হবে না। তবে যদি হয়, তা হলে নিজের চরিত্রে তিনি চান কঙ্গনা রানাওয়াত বা আলিয়া ভাটের মতো এই সময়ের দক্ষ শিল্পীই বায়োপিকের ‘মনীষা কৈরালা’ চরিত্রে অভিনয় করেন।

মনীষা ব্যক্তিগত জীবনে ক্যানসারকে জয় করেছেন। সঞ্জয় দত্তের মা অভিনেত্রী নার্গিস কিন্তু ক্যানসারের কাছেই পরাজিত হয়েই মৃত্যুবরণ করেছিলেন।

তাই ‘সঞ্জু’তে নার্গিস চরিত্রে মনীষার অভিনয় অন্য মাত্রা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

মনীষা এতটাই ডুবে গিয়েছিলেন ‘নার্গিস’ চরিত্রে যে সেই স্মৃতি এবং অভিজ্ঞতা তিনি আজীবন সঙ্গে রাখতে চান।

সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে তাঁর মা নার্গিস দত্তের ভূমিকায় মনীষার অভিনয় দেখতে মুখিয়ে আছে দর্শক। তার মাঝেই সঞ্জয়ের বিপরীতে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে আপ্লুত এই শিল্পী।

মনীষার বর্ণময় জীবন নিয়েও কি তা হলে বায়োপিক হবে?

মনীষা নিজে অবশ্য মনে করেন, তাঁর জীবন নিয়ে বায়োপিক হয়তো হবে না। তবে যদি হয়, তা হলে নিজের চরিত্রে তিনি চান কঙ্গনা রানাওয়াত বা আলিয়া ভাটের মতো এই সময়ের দক্ষ শিল্পীই বায়োপিকের ‘মনীষা কৈরালা’ চরিত্রে অভিনয় করেন।