Sara On Sushant: সুশান্তকে মিস করছেন সারা, এতদিন পর মুখ খুললেন

Sara On Sushant

জাস্ট দুনিয়া ডেস্ক: শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুললেন সারা আলি খান ( Sara On Sushant )। সুশান্তের মৃত্যুর প্রায় দেড় বছর পর তাঁরই ‘কেদারনাথ’ ছবির নায়িকা সুশান্ত সম্পর্কে তাঁর মনের কথা জানালেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। যেখানে তিনি কেদারনথের টুকরো টুকরো কিছু সিনের কোলাজ পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, ‘‘সুশান্ত তোমাকে সারাজীবন মিস করব।’’ সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর সামনে চলে এসেছিল সারার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। কিন্তু ততদিনে সুশান্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে সারার। সুশান্তের জীবনে এসেছেন রিয়া চক্রবর্তী। তার পরও সারা ভুলতে পারেননি তাঁর প্রথম ছবির হিরোকে।

কেদারনাথ দিয়ে শুরু করে সারা এখন এই প্রজন্মের সফল স্টার কিড। পর পর বড় ব্যানারে কাজ করছেন। দিচ্ছেন হিট। কিন্তু ভুলতে পারেননি তাঁর প্রথম নায়ককে। তাই এতদিন পরও কেদারনাথ সম্পর্কে বলতে গিয়ে বার বার চলে এসেছে সুশান্ত প্রসঙ্গ। কী ভাবে সুশান্ত সারার কাজের জায়গাটা সহজ করে দিয়েছিলেন। মঙ্গলবারই ‘কেদারনাথ’-এর রিলিজের তিন বছর পূর্তি হয়েছে। আর সেই উপলক্ষ্যেই এই স্মৃতিচারণা।

সারা একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘তিন বছর আগে আমার সর্বোচ্চ স্বপ্ন সত্যি হয়েছিল। আমি একজন অভিনেত্রী হয়ে উঠেছিলাম। আমার প্রথম ও বিশেষ সিনেমা রিলিজ করেছিল। আমি জানি না আমি কখনও ব্যাখ্যা করতে পারব কিনা কেদারনাথ আমার কাছে কী। জায়গা, সিনেমা, স্মৃতি—সবটা।’’

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

সুশান্তের কথা বলতে গিয়ে সারা লেখেন, ‘‘কিন্তু আজকে আমি সত্যিই আমার মনসুরকে মিস করছি। এটা শুধু সুশান্তের নিরলস সমর্থন, কোনও শর্তছাড়া সাহায্য, সারাক্ষণ গাইড করা এবং উপদেশে মুক্কু আপনাদের হৃদয়ে পৌঁছতে পেরেছিল। সুশান্ত তোমাকে সারাজীবন মিস করব।’’  তাঁর এই পোস্ট তিনি ট্যাগ করেছেন পরিচালক, প্রযোজক, লেখককে। সারা লেখেন, ‘‘ধন্যবাদ অভিষেক কাপুর আমার উপর ভরসা রাখার জন্য, রনি স্ক্রুওয়ালা, আরএসভিপি মুভিজ আমাকে বিশ্বাস করার জন এবং কনিকা ধিঁলো যিনি এই চরিত্রটি তৈরি করেছিলেন, যা আমাকে সব সময় গর্বিত করে।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)