জাস্ট দুনিয়া ব্যুরো: Malda Administrative Meet-এ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকস্তরে কর্মরতদের জন্য নতুন নিদান দিলেন। জানিয়ে দিলেন, বাংলায় কাজ করতে হলে জানতে হবে বাংলা ভাষা। তাঁর বক্তব্য অনেকেই বাংলা ভাষা জানেন না। তার ফলে মাঠে নেমে কাজ করতে সমস্যায় পড়তে হয়। এর পর থেকে সরকারি ও বেসরকারি সব স্তরেই পশ্চিমবঙ্গে কাজ করতে হলে বাংলা ভাষা জানাটা বাধ্যতামূলক হওয়া উচিত। এই নিয়ম চালু হলে বাংলা থেকে কাজের সুযোগও বাড়বে বলেই তিনি মনে করেন। এদিন তাঁর বার্তায় উত্তরবঙ্গে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের কথাও উঠে আসে। গঙ্গা ভাঙন রোধেও নানা পরিকল্পনার কথা বলেন যা মালদহের একটা বড় সমস্যা। এক্ষেত্রে কেন্দ্রে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুনে নিন তিনি আর কী কী বললেন—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)