বিদ্যুৎ জামওয়াল সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে যা বললেন এতদিন পর

বিদ্যুৎ জামওয়াল

জাস্ট দুনিয়া ডেস্ক: বিদ্যুৎ জামওয়াল সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে অনেক দিন পর মুখ খুললেন। তার আগে পর্যন্ত অনেকেই জানতেন না এই দু’জন ছিলেন বেস্টফ্রেন্ড। ইনস্টাগ্রামে পোস্ট করা বিদ্যুতের একটি ভিডিওতে তিনি তেমনই জানাচ্ছেন। তার পর এক এক করে উঠে এসে সিদ্ধার্থকে নিয়ে কত কত স্মৃতির কথা। দীর্ঘ ২০ বছরের বন্ধুত্ব যে তার কাছে এখনও টাটকা তা যে বার বার বুঝিয়ে দিচ্ছিল তাঁর হাসি মুখটা। তিনি পুরো ভিডিওতে চেষ্টা করেছেন হাসি ধরে রাখার। বার বার কান্নাকে গিলে ফেলার চেষ্টা ১৮ মিনিটের এই ইনস্টাগ্রাম ভিডিওতে বেশ কয়েকবার চোখে পড়বে। তবে তিনি কান্নাকে সরিয়ে রেখে প্রিয় বন্ধুকে হাসি মুখে ট্রিবিউট দিয়েছেন।

প্রথম দেখা হয়েছিল জিমেয় সেই থেকে যে বন্ধুত্ব শুরু হয়েছিল তা ১ সেপ্টেম্বর পর্যন্ত অটুট ছিল। ২ সেপ্টেম্বর সকালে রাজার মতো চলে গেলেন সিদ্ধার্থ শুক্লা। বিদ্যুৎ বলেন, ‘‘সিদ্ধার্থের আগে এমন বন্ধুত্ব আমার আর কারও সঙ্গে হয়নি। সিদ্ধার্থ ছিল আমার জিম পার্টনার। সেখানে আমাদের মন্ত্র ছিল, ‘টু বি দ্য ম্যাচ, ইউ গটা বিট দ্য ম্যাচ’ অ্যাকশন ভাল বাসত সিদ্ধার্থ।’’

শেষ দেখা হয়েছিল ১৫ জুলাই। বিদ্যুৎ জানান, সিদ্ধার্থ যখন তখন ফোন করতেন। ব্যস্ত না থাকলে সটান পৌঁছে যেতেন বাড়িতে। সেদিনও তাই করেছিলেন। ফোন করে জেনেছিলেন বিদ্যুৎ ফ্রি আছেন। তার পর দীর্ঘ আড্ডা চলে দুই বন্ধুর। বিদ্যুৎ এও জানিয়েছেন, তিনি মাঝে মাঝেই সিদ্ধার্থের দামী বাইক নিয়ে শুটিংয়ে যেতেন। সবাই জানত ওটা তাঁরই বাইক। বিগ বস ১৩-র চ্যাম্পিয়নকে নিয়ে বিদ্যুতের স্মৃতি রোমন্থন চাঁর ফ্যানদের আরও একবার কাঁদানোর জন্য যথেষ্ট। তিনি ভিডিও শেষ করেছেন সিদ্ধার্থ আর তাঁর প্রিয় গান দিয়ে। শুনুন সিদ্ধার্থকে নিয়ে কী বলছেন বিদ্যুৎ—

 

View this post on Instagram

 

A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal)