গায়িকা ইমন চক্রবর্তীর এনগেজমেন্ট, পাত্র সুরকার নীলাঞ্জন ঘোষ

গায়িকা ইমন চক্রবর্তীর এনগেজমেন্ট

জাস্ট দুনিয়া ব্যুরো: গায়িকা ইমন চক্রবর্তীর এনগেজমেন্ট হয়ে গেল। সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে গায়িকা বাগদান পর্ব সারলেন। সোমবার ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতেই হয়েছে এই শুভ অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্টও করেছেন ইমন।

খোঁপায় জুুঁইফুলের মালা, গলায় বেলফুলের কুড়ির মতো মালা, পরনে মিঠে গোলাপি সিল্কের শাড়িতে চমৎকার মানিয়েছিল ইমনকে। গায়িকা ইমন চক্রবর্তীর এনগেজমেন্ট হল যাঁর সঙ্গে, সেই নীলাঞ্জনের পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। গালে কাটিং করা দাড়ি।


বিনোদন জগতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্ক

তবে সামাজিক বিয়ে তাঁরা এখনই করবেন না বলে জানিয়েছেন গায়িকা ও সুরকার। অতিমারি পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেই তাঁরা ধুমধাম করে সামাজিক বিয়ের পর্বটি সারতে চান।

ইমন আর নীলাঞ্জন একটি সিঙ্গল অ্যালবামে একসঙ্গে কাজও করেছেন। ইমনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে আগামী জানুয়ারি- ফেব্রুয়ারি মাস নাগাদ সামাজিক বিয়ে হতে পারে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)