‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলর রিলিজ, বিতর্ক তুঙ্গে

‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

জাস্ট দুনিয়া ডেস্ক: ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলর মুক্তি পেয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

যাঁকে নিয়ে এই ছবি, দেশের সেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি। তার আগে যদিও তাঁর চরিত্রে অভিনয় করা অনুপম খের দাবি করলেন, ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অস্কারে যাওয়ার যোগ্য। এমনকি তাঁর অভিনয়ও অস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য।


ঘনিষ্ঠ মহলে অনুপম জানিয়েছেন, যাঁরাই ট্রেলরটি দেখেছেন, তাঁরাই তাঁকে বলেছেন, ‘আপনাকে একদম মনমোহন সিংহের মতো লাগছে।’ অনুপমের মা নাকি তাঁকে দেখে চিনতে পারেননি। এর পরেই তিনি দাবি করেন, ‘যাঁরা ছবির বিরোধিতা করছেন, তাঁদের উচিত আমার নাম অস্কারের জন্য প্রস্তাব করা, কারণ ছবিতে আমাকে এক দম মনমোহন সিংহের মতো লাগছে।’’

রাত জাগা তারা: শীতের ভোরকে বরণ করে উৎসবের আবাহন কলকাতায়

অনুপম আরও বলেন, ‘‘বিশ্ব জুড়ে এই ধরনের চরিত্রে অভিনয় করে অনেকেই অস্কার পেয়েছেন। যেমন, ‘লিঙ্কন’-এর চরিত্র করে ড্যানিয়েল ডে-লুইস, মার্গারেট থ্যাচারের চরিত্র করে মেরিল স্ট্রিপ এবং‌ গাঁধীর চরিত্রের জন্য বেন কিংসলে।’’

‘‘প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রচার সচিবের লেখা বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। বইটি গত চার বছর ধরে বাজারে রয়েছে। তখন কারও কিছু মনে হয়নি। দু’বছর আগে এই ছবিতে আমার ফার্স্ট লুক প্রকাশিত হয় সংবাদপত্রে। তখনও সকলে চুপ ছিলেন। এখন সেন্সর বোর্ডের ছাড়পত্রের পর বেশি হইচই শুরু হচ্ছে কেন, বুঝতে পারছি না।’’ অনুপম খের

প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংহের কাযর্কাল নিয়েই তৈরি হয়েছে ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। মনমোহনের তৎকালীন প্রচার সচিব সঞ্জয় বারু ওই নামে একটি বই লেখেন। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৯ জানুয়ারি। তবে মনমোহন মুখ না খুললেও, ট্রেলর প্রকাশ পেতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।

বরফ পড়ছে পাহাড়ে, দেশ জুড়ে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা, কলকাতায় শীতলতম দিন

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি এই ছবিকে প্রচারের হাতিয়ার করে তোলার চেষ্টায় নেমেছে। এমন অভিযোগ তুলতে শুরু করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, এটি একটি প্রচারমূলক ছবি।

অনুপম যদিও বলেছেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রচার সচিবের লেখা বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। বইটি গত চার বছর ধরে বাজারে রয়েছে। তখন কারও কিছু মনে হয়নি। দু’বছর আগে এই ছবিতে আমার ফার্স্ট লুক প্রকাশিত হয় সংবাদপত্রে। তখনও সকলে চুপ ছিলেন। এখন সেন্সর বোর্ডের ছাড়পত্রের পর বেশি হইচই শুরু হচ্ছে কেন, বুঝতে পারছি না।’’