এয়ার ইন্ডিয়ার বিমান কেঁপে উঠল, আহত তিন যাত্রী

এয়ার ইন্ডিয়ার বিমানএয়ার ইন্ডিয়ার বিমান

জাস্ট দুনিয়া ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমান যাচ্ছিল অমৃতসর থেকে দিল্লি। কিন্তু, মাঝ আকাশে প্রচণ্ড ভাবে কেঁপে উঠল বিমান। আর তাতেই গুরুতর জখম হলেন তিন জন যাত্রী। খুলে এল বিমানের একটি জানলা। নেমে এল একাধিক অক্সিজেন মাস্ক। কী কারণে এই বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখছে বিমান সংস্থা। তদন্ত শুরু করেছে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও। গোটা ঘটনায় যাত্রী আতঙ্ক ভয়ানক ভাবে ছড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিলাইনার বিমানটি দিল্লি যাচ্ছিল। বিমানটি যখন ৮ হাজার ফুট থেকে ২১ ফুটে উড়ছিল, তখনই আচমকা ঝাঁকুনি শুরু হয়। প্রায় ১৮ মিনিট ধরে প্রবল ভাবে ঝাঁকুনি হতে থাকে। ১৮-এ নম্বর আসনে বসে ছিলেন এক যাত্রী। সম্ভবত তাঁর সিট বেল্ট বাঁধা ছিল না। আচমকা ঝাঁকুনিতে তিনি আসন থেকে লাফিয়ে ওঠেন। তাঁর মাথা গিয়ে ধাক্কা খায় উপরে জিনিসপত্র রাখার বাঙ্কারে। সঙ্গে সঙ্গে তাঁর মাথা ফেটে যায়। অন্য দুই যাত্রীও একই ভাবে আহত হন। একই সঙ্গে ওই আসনের পাশের একটি জানলার কাচ খুলে বেরিয়ে আসে। তবে ভিতরের জানলা বলে বিপত্তি বাড়েনি।

১৮-এ নম্বর আসনে বসে ছিলেন এক যাত্রী। সম্ভবত তাঁর সিট বেল্ট বাঁধা ছিল না। আচমকা ঝাঁকুনিতে তিনি আসন থেকে লাফিয়ে ওঠেন। তাঁর মাথা গিয়ে ধাক্কা খায় উপরে জিনিসপত্র রাখার বাঙ্কারে। সঙ্গে সঙ্গে তাঁর মাথা ফেটে যায়। অন্য দুই যাত্রীও একই ভাবে আহত হন।

বেশ কিছু অক্সিজেন মাস্ক নেমে আসে একাধিক আসনের সামনে। উপরের বাঙ্কারের একটা অংশ ভেঙেচুরে গিয়েছে। এমনিতে অত উঁচুতে বিমানে স্বাভাবিক কারণেই একটা ঝাঁকুনি হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেই একই কারণে এটা হয়েছে। তবে বাকিটা খতিযে দেখছে মন্ত্রক এবং এয়ার ইন্ডিয়া

শিশু ধর্ষণ করলে দোষীর শাস্তি মৃত্যুদণ্ড

দিল্লি পৌঁছনোমাত্র আহত তিন যাত্রীকে বিমানবন্দরের কর্মীরা হাসপাতালে নিয়ে যান দ্রুত। সেখানে তিন জনেরই চিকিত্সা হয়। বাঙ্কারে যাঁর ধাক্কা লেগেছিল, তাঁর মাথায় তিনটে সেলাই পড়ে। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। তাঁরা অন্য বিমান ধরে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। মাথায সেলাই পড়া যাত্রীকেও বিমান চড়ার অনুমতি দেন ডাক্তাররা। তিনিও হাসপাতাল থেকে কিছু ক্ষণ পর বেরিয়ে যান।

গোটা ঘটনা নিয়ে মুখ খোলেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বছর চারেক আগে একই রকম ঘটনা ঘটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে। ওই ঘটনায ২২ যাত্রী আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে দশ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।