সিপিএমের সাধারণ সম্পাদক ফের নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরিসীতারাম ইয়েচুরি

জাস্ট দুনিয়া ডেস্ক: সীতারাম ইয়েচুরি সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এই নিয়ে দ্বিতীয় বার।

কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন গৌতম দেব এবং দীপক দাশগুপ্ত, মদন ঘোষও।পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দলের প্রাক্তন পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের নাম এ বার কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য তালিকাতে নেই।

পাশাপাশি রবিবার হাযদরাবাদে দলের ৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। সেখানে বাংলা থেকে নতুন ৪ সদস্য রয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দলের প্রাক্তন পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের নাম এ বার কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য তালিকাতে নেই।

জল্পনা ছিল বেশ কয়েক জন বাদ পড়তে পারেন। জল্পনার সেই তালিকায় শ্যামল চক্রবর্তী এবং নৃপেন চৌধুরীর নামও ছিল। তবে, এ দিন তালিকা প্রকাশের পর দেখা গেল তাঁরা রয়ে গিয়েছেন।

কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন গৌতম দেব এবং দীপক দাশগুপ্ত, মদন ঘোষও। তবে মদনবাবুকে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে। জল্পনা ছিল বেশ কয়েক জন বাদ পড়তে পারেন। জল্পনার সেই তালিকায় শ্যামল চক্রবর্তী এবং নৃপেন চৌধুরীর নামও ছিল। তবে, এ দিন তালিকা প্রকাশের পর দেখা গেল তাঁরা রয়ে গিয়েছেন। রযেছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মহম্মদ সেলিম, তপন সেন, নীলোৎপল বসু, মৃদুল দে, রেখা গোস্বামী, শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, মিনতি ঘোষ, অঞ্জু কর, হান্নান মোল্লা।

এয়ার ইন্ডিয়ার বিমান কেঁপে উঠল, আহত তিন যাত্রী

বাংলা থেকে যে চার জন নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন, তাঁরা হলেন, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, রবীন দেব এবং আভাস রায়চৌধুরী। নতুন কেন্দ্রীয় কমিটি এ দিন বৈঠক করে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে। সেই বৈঠকেই পলিটব্যুরো গঠিত হয়। পলিটব্যুরোতেও বাংলার প্রতিনিধি এক ধাক্কায় তিন থেকে বেড়ে পাঁচ হয়ে গিয়েছে।

রযেছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মহম্মদ সেলিম, তপন সেন, নীলোৎপল বসু, মৃদুল দে, রেখা গোস্বামী, শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, মিনতি ঘোষ, অঞ্জু কর, হান্নান মোল্লা।

সিপিএমের প্রাক্তন সংসদীয় দলনেতা বাসুদেব আচারিয়া হয়েছেন সেন্ট্রাল কন্ট্রোল কমিশনের প্রধান। আর কেন্দ্রীয় কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য তালিকায় ভি এস অচ্যুতানন্দনের নাম রয়েছে।

বাংলা থেকে যে চার জন নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন, তাঁরা হলেন, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, রবীন দেব এবং আভাস রায়চৌধুরী। নতুন কেন্দ্রীয় কমিটি এ দিন বৈঠক করে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে। সেই বৈঠকেই পলিটব্যুরো গঠিত হয়।