জাস্ট দুনিয়া ডেস্ক: নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণ-এ বড় ঘোষণা। স্বস্তি কৃষকদের। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করে দিল কেন্দ্র। এক কথায় এটিকে কৃষকদের নিরলস আন্দোলনের ফল বলা যেতে পারে। এদিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অনুরোধ করেন, ‘‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’’ যেদিন থেকে এই কৃষি আই এসেছে সেদিন থেকে আন্দোলন শুরু করেন কৃষকরা। যার ফলে অনেক কৃষকের মৃত্যুও হয়েছে। তবে আর নয়। প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সংসদের আগামী অধিবেশনেই এই তিন আইন প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘‘আমি যা করেছি সব কৃষকদের জন্য। আমি যা করি তা দেশের জন্য করি। আপনাদের আশীর্বাদ নিয়ে, আমি কোনও কঠিন কাজ ছেড়ে দিই না। আজ আমি নিশ্চিত করছি আপনাদের, এখন আমি আরও বেশি কাজ করব। যাতে আপনাদের স্বপ্ন দেশের স্বপ্ন বোঝা যায়।’’ কেন এই আইন আনা হয়েছিল তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তবে তিনি মেনে নেন কৃষকদের সরকার বোঝাতে ব্যর্থ হয়েছে।
শুনে নিন আর কী কী বললেন প্রধানমন্ত্রী—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)