জঙ্গিরা দক্ষিণ ভারতে হামলা চালাতে পারে, গুজরাতে উদ্ধার পরিত্যক্ত একাধিক নৌকা

জঙ্গিরা দক্ষিণ ভারতে হামলা চালাতে পারেজঙ্গিরা দক্ষিণ ভারতে হামলা চালাতে পারে

জাস্ট দুনিয়া ডেস্ক: জঙ্গিরা দক্ষিণ ভারতে হামলা চালাতে পারে বলে সতর্ক করল ভারতীয় সেনা। সোমবার সেনার এক পদস্থ আধিকারিক এমনটাই দাবি করেছেন। তিনি জানান, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে, ভারতের দক্ষিণ অংশে জঙ্গি হামলা হতে পারে।

তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনই গুজরাতের স্যর ক্রিকে একাধিক পরিত্যক্ত নৌকা পাওয়া গিয়েছে। সে কথাও জানিয়েছেন ওই সেনা আধিকারিক।

আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

জলপথে ভারতে ঢুকে পাকিস্তানি কম্যান্ডো বাহিনী গুজরাতে হামলা চালাতে পারে। এমন তথ্য আগেই ভারতীয় গোয়েন্দারা পেয়েছিলেন। তার পর চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ফের পরিত্যক্ত নৌকা উদ্ধার এবং গোয়েন্দা সূত্রে হামলার এমন খবর পেয়ে তৎপর হয়ে উঠেছে ভারতীয় নৌসেনা। সেনার তরফে সতর্ক বার্তা পেয়েই গুজরাত থেকে কেরল— সমুদ্র উপকূলবর্তী সব রাজ্যকেই সাবধান করা হয়েছে।

একই সঙ্গে এ দিন গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের মদতে ভারতের বিরুদ্ধে ফের বড়সড় নাশকতার ছক কষছে জইশ–ই-মহম্মদ। সম্প্রতি আইবি-র কাছ থেকে এমনই তথ্য পেয়েছে ভারতীয় সেনা।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)