জাস্ট দুনিয়া ব্যুরো: এদিন সকাল ১০.২০ মিনিটে দমদমে নামে Amit Shah-র বিমান। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামানিক ও সুকান্ত মজুমদার। এই তিনজনকে সঙ্গে নিয়েই হেলিকপ্টারে তিনি সরাসরি পৌঁছন হিঙ্গলগঞ্জে। সেখানে বিএসএফ-এর ৮৫ নম্বর ব্যাটেলিয়নের অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। ওয়াটার বোট অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানের মাঝেই দেখা যায় অমিত শাহর টুইটার হ্যান্ডলে বাংলায় তাঁর বাংলা সফরের টুইট ভেসে উঠতে। সেখানে তিনি লেখেন, ‘‘দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।’’ এরপর তিনি পৌঁছন হরিদেবপুরে বিএসএফ ক্যাম্পে। সেখান থেকেই এই যাত্রায় প্রথম মঞ্চ থেকে বার্তা দিলেন তিনি। শুনে নিন কী বললেন অমিত শাহ—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)