জাস্ট দুনিয়া ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০১৯, সংসদে শুক্রবার পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিন সওয়া দু’ঘণ্টার বাজেট বক্তৃতা করেন তিনি।
ওই বাজেট পেশের পর তৃণমূলের প্রতিক্রিয়া তৃণমূল বলল, এটা ‘সেল ইন্ডিয়া’ বাজেট। শুধু কিছু স্বপ্ন দেখানোর বাজেট।
বাজেটে কী কী বললেন অর্থমন্ত্রী—
• বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ। কৃষিতে বেসরকারি বিনিয়োগ, খুচরো ব্যবসায়ীদের পেনশন।
• পেট্রল-ডিজেলে ১ টাকা সেস বাড়ানো হল। ফলে দাম বাড়বে জ্বালানি তেলের।
• আয়করের ক্ষেত্রে প্যান ও আধার দুই ব্যবহার করা যাবে। তবে প্রয়োজনে যে কোনও একটিও ব্যবহার করা যাবে।
• গৃহ ঋণে বা গৃহ ঋণের সুদে অতিরিক্ত দেড় লক্ষ টাকা আয়কর ছাড়।
• ইলেকট্রিক ভেহিকলেও দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের কথা বলা হয়েছে।
• ৪০০ কোটি টাকা টার্ন ওভার পর্যন্ত ২৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স।
• সৌরশক্তি সম্পন্ন প্রোডাক্টে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা।
• ১, ২, ৫, ১০ ও ২০ টাকার নতুন কয়েন আসছে বাজারে।
• ১ লক্ষ ৬ হাজার কোটি টাকা বিলগ্নিকরণের লক্ষ্য।
• হাউজিং ফিনান্স কর্পোরেশনকে ন্যাশনাল হাউজিং বোর্ডের কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে নেবে।
• পরিকাঠামো উন্নয়নে ১০০ লক্ষ কোটি বরাদ্দ করল কেন্দ্র।
• স্বনির্ভর প্রকল্পের প্রত্যেক মহিলা জন ধন অ্যাকাউন্ট থেকে ৫০০০ টাকা ওভারড্রাফট নিতে পারবে।
• এ ছাড়া ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে স্বনির্ভর প্রকল্পের মহিলারা।
• রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ৭০ হাজার কোটি টাকা সাহায্য ঘোষণা বাজেটে।
• চার বছরে চার লক্ষ কোটি টাকা ঋণ আদায় হয়েছে।
• এনআরআইদের ১৮০ দিন অপেক্ষা করতে হবে না। ভারতীয় পাসপোর্ট থাকলে এ দেশে ফিরলেই দেওয়া হবে আধার কার্ড।
• খোলা হবে চারটি নতুন দূতাবাস।
• নতুন ১৭টি পর্যটনস্থল তৈরি করবে সরকার।
• ১ কোটি পড়ুয়াকে কারিগরি শিক্ষা।
• দূরদর্শনের আওতায় একটি নতুন সরকারি টিভি চ্যানেল শুরুর প্রস্তাব৷ সেখানে নতুন ব্যবসায়ীদের জন্য খবর প্রকাশ করা হবে৷
• ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে নতুন বোর্ড৷
• বিদেশি পড়ুয়া আনতে নতুন শিক্ষানীতি-প্রকল্পের নাম স্টাডি ইন ইন্ডিয়া ৷ ভারতকে করা হবে উচ্চশিক্ষার হাব৷
• গবেষণায় উৎসাহ দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতির আওতায় তহবিল গঠন করা হবে৷
• গান্ধীবাদের প্রচারে গান্ধীপিডিয়া চালুর উদ্যোগ৷ আগামী ২ অক্টোবরের মধ্যে শুরু হবে।
• কৃষিতে বেসরকারি বিনিয়োগে জোর।
• ৯৫ শতাংশ গ্রাম স্বচ্ছ৷ গুগুল ম্যাপে ৪৫ হাজার পাবলিক টয়লেট চিহ্নিতকরণ।
• ১ কোটি জনতা স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করেছেন।
• প্রতি গ্রামে পৌঁছবে স্বচ্ছ ভারত অভিযান৷
• প্রতি বাড়িতে পানীয় জল পৌছনোর লক্ষ্যে সরকার৷ ‘হর ঘর জল’ প্রকল্প৷ বৃষ্টির জলকে পুনরায় ব্যবহার করার উদ্যোগ।
• ৩১৪ দিনের বদলে ১১৪ দিনে সরকারি বাড়ি তৈরির লক্ষ্য। ২০২২-এর মধ্যে ১.৯৪ কোটি বাড়ি করার লক্ষ্য।
• ডাল ও দুগ্ধজাত পণ্যে জোর৷
• অসামরিক বিমান পরিবহণে বিদেশি বিনিয়োগ চাইছে সরকার৷ এর আগে এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণ করতে গিয়ে ধাক্কা খেয়েছে সরকার৷ এখন সরাসরি বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ করা যায়৷ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
• প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় ১,২৫ হাজার সড়ক আধুনিকীকরণ হবে৷ খরচ পড়বে ৮০ হাজার ২০০ কোটি টাকা৷
• বিমা ক্ষেত্রে সংস্কারের পথে সরকার৷
• প্রতি বছর শিল্পের বিশ্ব সম্মেলন করতে চায় সরকার৷ শিল্পপতি, কর্পোরেট কর্তা, বিনিয়োগকারীদের নিয়েই এই সম্মেলন হবে৷
• ২০২২ সালের মধ্যে গ্রামের প্রতিটি পরিবার বিদ্যুৎ পাবে৷ এবং রান্নার জন্য সুব্যবস্থা হবে৷
এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…
• ৫৯ সেকেন্ডে ১ কোটি টাকা পর্যন্ত ঋণের সংস্থান।
• সিঙ্গল ব্রান্ড খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ।
• বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও সহজ কেওয়াইসি ব্যবস্থা৷
• ৩০০ কিলোমিটার মেট্রো রেলপথ স্থাপনের লক্ষ্য সরকারের৷
• ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন ব্যবস্থা৷ যাদের লেনদেন বছরে ১.৫ কোটির মধ্যে তারাই সুবিধা পাবেন৷
• প্রধানমন্ত্রী ‘মন ধন’ যোজনা৷ এর ফলে তিন কোটি ব্যবসায়ী উপকৃত হবেন৷
• বর্তমান বাড়ি ভাড়া আইনকে সেকেলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷ আইনের সংস্কার দরকার৷ সে ক্ষেত্রে বাড়িওয়ালা ও ভাড়াটে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
• চাঁদে পৌঁছনোর দিকে যাচ্ছে ভারত।
• রেলে বিপুল বিনিয়োগ।
• ‘এক দেশ এক গ্রিড’ বিদ্যুৎ প্রকল্প চালুর পথে সরকার৷
• গঙ্গা দিয়ে পণ্য পরিবহণ চার গুণ বেড়েছে৷
• পণ্য আমদানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে গুরুত্ব৷
• তৈরি হবে হবে নতুন প্রকল্প৷
• একই ভাবে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জেও জোর দিচ্ছে সরকার৷
• ভারতীয় রেলে বিপুল বিনিয়োগের পথে সরকার৷
• ১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে ২০৩০ সালের মধ্যে৷
• বিমান পরিবহণে ভারত বৃহত্তম ক্ষেত্র৷ সাগরমালা প্রকল্পে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করবে৷
• ৫৫ বছর লাগল এক ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছতে৷ সেখানে ৫ বছরে ২.৭ ট্রিলিয়নের অর্থনীতি৷ এবার ৫ ট্রিলিয়নের দিকে এগোচ্ছে দেশ৷