জাস্ট দুনিয়া ডেস্ক: অবসরে শোয়েব মালিক । ২০১৯ বিশ্বকাপ জয়ের সঙ্গেই শেষ করল পাকিস্তান। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করল পাকিস্তান। আর বিশ্বকাপ শেষ হতেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সফলতম ক্রিকেটার শোয়েব মালিক।
তিনি আর একদিকে ভারতের জামাইও। টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। বিশ্বকাপে ভারতের কাছে ম্যাচ হারের পর তাঁ র ও সানিয়া মির্জার পার্টির ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। যার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু সেই সবকে পিছনে ফেলে পাকিস্তানের ক্রিকেট জার্সি খুলে রাখলেন শোয়েব মালিক।
✅ Hugs galore
✅ Guard of honour
✅ Plenty of applausePakistan gave Shoaib Malik a fitting send-off as he retired from ODI cricket 👏#CWC19 pic.twitter.com/ESA4q1sLUM
— Cricket World Cup (@cricketworldcup) July 5, 2019
টুইট করে শোয়েব মালিক তাঁর অবসরের কথা জানান। সেখানে তিনি লেখেন, ‘‘আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সেই সব কোচদের যাঁদের অধিনে ট্রেনিং করেছি, যাঁদের সঙ্গে খেলেছি, বন্ধু, পরিবার, সংবাদমাধ্যম, স্পনসর আর সবার উপরে সমর্থকদের।
Today I retire from One Day International cricket. Huge Thank you to all the players I have played with, coaches I have trained under, family, friends, media, and sponsors. Most importantly my fans, I love you all#PakistanZindabad 🇵🇰 pic.twitter.com/zlYvhNk8n0
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) July 5, 2019
(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)
ছবি ও ভিডিও: শোয়েব মালিকের টুইটার থেকে