জাস্ট দুনিয়া ডেস্ক: ছত্তীসগঢ় আর কয়েক দিনের মধ্যেই প্রথম দফার নির্বাচনে যাচ্ছে। তার আগেই নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করল ৬২ জন কট্টর মাওবাদী।
ওই মাওবাদীদের মধ্যে ৫৫ জন তাদের অস্ত্রসস্ত্র জমা করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর কাছে। রাজ্য পুলিশের আইজি বিবেকানন্দ সিং জানিয়েছেন, মঙ্গলবার ওই মাওবাদীরা নারায়ণপুরের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লর কাছে আত্মসমর্পণ করেছে।
তারা কুতুল এরিয়া কমিটির আওতায় কাজ করত। আত্মসমর্পণের সময় তারা জানিয়েছে, আর গেরিলা যুদ্ধ নয়, এ বার সমাজের মূল স্রোতে ফিরে আসতে চায় তারা।
দুরদর্শনের ক্যামেরাম্যান নিহত হওয়ায় প্রশাসন বেশ চাপে পড়েছে
৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভার ভোট হবে দু’দফায়। প্রথম দফায় নির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় দফায় ২০ নভেম্বর নির্বাচন হবে। প্রথম দফায় ভোট হবে ১৮টি আসনে। তার সব ক’টি মাওবাদী প্রভাবিত এলাকা। শেষ দফায় হবে বিধানসভার বাকি ৭২টি আসনে।
গত কয়েক দশক ধরে মাওবাদী সন্ত্রাসে বিপর্যস্ত ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকা। চলতি বছরে তা আরও বেড়েছে। গত সপ্তাহেই ছত্তীসগঢ়ে ভোটের খবর করতে গিয়ে মাওবাদী হামলায় নিহত হয়েছিলেন দূরদর্শনের এক ক্যামেরাম্যান। সেই সঙ্গেই নিহত হন আরও দুই পুলিশ কর্মী।
এ দিন একসঙ্গে এত জন মাওবাদীর আত্মসমর্পণের ঘটনাকে সরকারের কৃতিত্ব হিসেবেই দেখছে কেন্দ্র ও রাজ্য। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিং টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘মাওবাদীদের জন্য রাজ্য সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি যে ঠিক ভাবে কাজ করছে, এই ঘটনা তার প্রমাণ।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও এই সাফল্যের জন্য ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী এবং সে রাজ্যের পুলিশ বাহিনীর প্রশংসা করেছেন।