কোভিড ভ্যাকসিনের ট্রায়াল ডোজ নেওয়া হরিয়ানার মন্ত্রী করোনা পজিটিভ

কোভিড ভ্যাকসিনের ট্রায়াল

জাস্ট দুনিয়া ডেস্ক: কোভিড ভ্যাকসিনের ট্রায়াল নেওয়া হরিয়ানার মন্ত্রী পরীক্ষার ফল পজিটিভ এল। ভারত বায়োটেক কোভাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়েছিলেন অনিল ভিজ গত মাসে। ৬৭ বছরের অনিল ভিজ নিজেই জানিয়েছেন তিনি আম্বালার সিভিল হাসপাতেল ভর্তি রয়েছেন। ট্রায়াল ডোজ নেওয়ার দু’সপ্তাহের মাথায়  তাঁর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এল।

মন্ত্রীর তরফে সবাইকে অনুরোধ করা হয়েছে, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন সকলেই যেন পরীক্ষা করিয়ে নেন। তিনি টুইটে লেখেন, ‘‘আমি করোনা পজিটিভয় আমি আম্বালা ক্যান্ট-এর সিভিল হাসপাতালে ভর্তি রয়েছি। যারা আমার সঙ্গে সংযোগে এসেছে তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’’

তবে ভ্যাকসিন নেওয়ার পরও কেন তিনি আক্রান্ত হলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনিল ভিজের আক্রান্ত হওয়ার খবরের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘মানুষের শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হতে নির্ধারিত সময় লাগে এবং সেটা দ্বিতীয় ডোজ নেওয়ার পর। কারণ এটা দুই ডোজের ভ্যাকসিন। মন্ত্রী শুধু একটি ডোজই নিয়েছিলেন।’’

২০ নভেম্বর ভ্যাকসিন নিয়েছিলেন অনিল ভিজ। এটি ছিল তৃতীয় পর্যায়ের ট্রায়াল। তাঁর রাজ্যের তিনিই ছিলেন প্রথম অ্যান্টি কোভিড ভ্যাকসিন ট্রায়ালের ভলেন্টিয়ার। হরিয়ানার মুখ্যমন্ত্রীও গত অগস্টে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বিধানসভার স্পিকার জিয়ান চাঁদ গুপ্তাও আক্রান্ত।

হরিয়ানায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২.৪ লাখ মানুষ। তার মধ্যে মৃত্যু হয়েছে ২৫৩৯ জনের।

(দেশের সব খবর জানতে এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)