Goa Land Scam নিয়ে দীর্ঘ সাংবাদিক সম্মেলনে শঙ্কর ফারতে

Goa Land Scam

জাস্ট দুনিয়া ডেস্ক: Goa Land Scam নিয়ে গত কয়েকবছর ধরেই অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। ইতিমধ্যেই সে রাজ্যে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। যার ফলে নতুন করে গোয়ার নানান সমস্যা চলে আসছে সামনে। এক কথায় খুঁজে বের করা হচ্ছে বিভিন্ন ঘটনা। তারই অন্যতম গোয়ার ল্যান্ড স্ক্যাম। গত ১০ বছরে ল্যান্ড স্ক্যাম নিয়ে  ১২৮টি অভিযোগ দায়ের করেছে। তার অর্ধেক স্ক্যাম হয়েছে পরভোরিম এবং মাপুসাতে। প্রতিবছর এই রাজ্যে প্রচুর ল্যান্ড স্ক্যামের অভিযোগ দায়ের হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, সেখানে বেশিরভাগ জমির মালিকরাই জানেন না তাঁর জমি বিক্রি হয়ে গিয়েছে বা জমির মালিকানা বদলে গিয়েছে। এই বিষয়ে যে সিন্ডিকেট রাজ চলছে তা নিয়েও সন্দেহ রয়েছে স্থানীয় পুলিশের। শুনে নিন গোয়ার ল্যান্ড স্ক্যাম স্থানীয় তৃণমূলের বক্তব্য—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)