Boris Johnson-এর বড় ঘোষণা দেশের কোভিড নিয়ম নিয়ে, শুনুন

Boris Jhonson To Russians

জাস্ট দুনিয়া ডেস্ক: ইংল্যান্ডে কমছে কোভিড সংক্রমণ। আর সে কারণেই শিথিল হচ্ছে কোভিড সংক্রান্ত নিয়ম। হাউজ অফ কমোন্সে Boris Johnson বড় ঘোষণা করলেন। তব ওমিক্রনক হালকাভাবে না নেওয়ার কথাও বললেন তিনি। সবাইকে অনুরোধ করলেন সুস্থ থাকতে যা যা করার করে যেতে। যদিও আগামী সপ্তাহ থেকে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না ইংল্যান্ডে বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার মানে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সে দেশের মানুষরা। আগামী ২৭ জানুয়ারি থেকেই বন্ধ হচ্ছে বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম। বন্ধ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমও। অফিস খোলায়ও ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বুস্টার নেওয়ার বিষয়ে জোড় দিলেন তিনি। শুনে নিন তিনি আর কী কী বলছেন—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)