হায়দ্রাবাদ এ বার বদলে হবে ভাগ্যনগর, নাম বদলের পালা চলছেই

হায়দ্রাবাদ

জাস্ট দুনিয়া ডেস্ক: হায়দ্রাবাদ নামেই সকলে চেনেন শহরটিকে। কিন্তু, সেই চেনা শহরেরও নাম এ বার পাল্টে যাচ্ছে। কী হবে? ভাগ্যনগর।

এত দিন শুধু শহরের নাম বদলের পালা চলছিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। প্রথমে মোগলসরাই স্টেশনের নাম পাল্টে রাখা হল দীনদয়াল উপাধ্যায়। তার পরে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা। এর পরেই গুজরাতের আহমেদাবাদের নাম পাল্টে কর্ণবতী রাখার প্রস্তাব আসে।

এ বার হায়দ্রাবাদ নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানালেন তেলঙ্গানার এক বিজেপি নেতা রাজা সিং। তাঁর দাবি, মুসলিম শাসকেরাই এই শহরের নাম ভাগ্যনগর থেকে হায়দ্রাবাদ করে দিয়েছিলেন।

অযোধ্যা হচ্ছে ফৈজাবাদ জেলার নাম বদলে

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাজা বলেন, ‘‘তেলঙ্গানাতে যদি এ বার বিজেপি ক্ষমতায় আসে, তা হলে হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ভাগ্যনগর। শুধু হায়দ্রাবাদই নয়, সেকেন্দ্রাবাদ ও করিমনগরের নামও পাল্টানো হবে।”

তাঁর দাবি, ১৫৯০ সালে কুলি কুতুব শাহ ভাগ্যনগর দখল করে শহরের নাম পাল্টে রাখেন হায়দ্রাবাদ। তাই সেই নাম পরিবর্তনের চিন্তা করছে বিজেপি।

তেলঙ্গানায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তা হলে তাদের প্রথম কাজ হবে রাজ্যের উন্নয়ন। সেই সঙ্গেই কিছু জায়গার নাম বদল করা হবে বলে দাবি করেন রাজা।