জাস্ট দুনিয়া ডেস্ক: বাংলাদেশে নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। বৃহস্পতিবারই বাংলাদেশে একাদশ সংসদীয় ভোটের দিন ঘোষণা করে সে দেশের নির্বাচন কমিশন। কিন্তু, শুক্রবার বাংলাদেশের প্রধান বিরোধী দল জানিয়ে দিল তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দিলে নির্বাচন মেনে নেওয়া হবে না।
ওই দিন সন্ধ্যায় প্রধান বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রেডিও এবং টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেই সময়েই তিনি জানান আগামী ২৩ ডিসেম্বর দেশে সংসদীয় নির্বাচন। তিনি জানিয়ে দেন, নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
২২ তারিখ পর্যন্ত মনোনয়ন স্ক্রুটিনি করবে কমিশন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। নির্বাচন হবে ২৩ ডিসেম্বর।
নোটবন্দি , শব্দটির দু’বছর পূর্তি হল
নুরুল হুদা আরও জানিয়েছিলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ মিলবে এ বার। এর আগে বাংলাদেশে অনলাইনে কখনও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, বাংলাদেশের প্রায় ৪০ হাজার বুথে এক দিনে ভোটগ্রহণ হবে। আইনশৃঙ্খলার কাজে দেশের পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও মোতায়েন করা হবে।
নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরেই বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, বলেন, তাঁরা নির্বাচন কমিশনকে বলেছিলেন, নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু জনগণের আশা-আকাঙ্খার কথা চিন্তা না করেই কমিশন এক তরফা নির্বাচনের ঘোষণা করেছে বলে তিনি অভিযোগ করেন।
এ দিন ওই দলের তরফে জানানো হয়, তাদের নেত্রী খলেদা জিয়ার মুক্তি এবং সব দলের সমান সুযোগ ছাড়া নির্বাচন এবং নির্বাচনের নির্ঘণ্ট মানা হবে না।