জাস্ট দুনিয়া ডেস্ক: প্রথম Lata Deenanath Mangeshkar Award পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ও দশের সেবার জন্যই তাঁকে এই সম্মানে ভূষিত করা হল বলে জানানো হয়েছে পুরস্কার কমিটির পক্ষ থেকে। এই পুরস্কার পেয়ে আপ্লুত মোদী তা উৎসর্গ করলেন দেশের মানুষকেই। রবিবার মুম্বইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। লতা মঙ্গেশকরকে সব সময় দিদি বলে সম্বোধন করতেন মোদী। তাঁকে নিজের বড় দিদি বলেন তিনি। রাখিতে লতার থেকে শুভেচ্ছা পেতেন। এদিন তিনি সেই হতাশার কথাও জানিয়েছেন, এবার তাঁকে ছাড়াই রাখি পালন করতে হবে।
তিনি জানান, লতা দিদি তাঁকে কতটা ভালবাতেন। আর সেই মানুষের নামে পুরস্কার তাঁকে দিয়েই শুরু হল। এটা তাঁর কাছে বড় প্রাপ্তি। মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন, এই পুরস্কার তিনি দেশবাসীর উদ্দেশেই উৎসর্গ করছেন। প্রতিবছর এই পুরস্কার একজন করে এমন ব্যক্তিত্বকে দেওয়া হবে যিনি দেশ ও সমাজের প্রতি অবদান রেখেছেন।
এই বছরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর। এই বছর ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে প্রয়াত হন তিনি। দেখে নিন সেই অনুষ্ঠানের ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)