জাস্ট দুনিয়া ডেস্ক: নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা প্রথম বৈঠকে বসল। শুক্রবার সকালেই দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছিল।
রাজনাথ সিংকে সরিয়ে এ দিন অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করেন প্রধানমন্ত্রী। আর রাজনাথকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা। চারটি প্রধান মন্ত্রকের মধ্যে অমিত পেলেন স্বরাষ্ট্র, রাজনাথ প্রতিরক্ষা, নির্মলা সীতারামন অর্থ এবং প্রাক্তন বিদেশসচিব এস জয়শঙ্করকে বিদেশ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদী।
নিজের দফতরে এ দিন দফতরে মহাত্মা গান্ধী ও বল্লভভাই পটেলের মূর্তিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মোদী।
কে কোন দফতর—
প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদী: কর্মিবর্গ, জনঅভিযোগ ও পেনশন, আণবিক শক্তি, মহাকাশ গবেষণা এবং গুরুত্বপূর্ণনীতি প্রণয়ন।
পূর্ণমন্ত্রী
- রাজনাথ সিং: প্রতিরক্ষা
- অমিত শাহ: স্বরাষ্ট্র
- নিতিন গডকড়ী: সড়ক পরিবহণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
- সদানন্দ গৌড়া: রসায়ন ও সার
- নির্মলা সীতারামন: অর্থ
- রামবিলাস পাসোয়ান: উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন
- নরেন্দ্র সিং তোমর: কৃষি, গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ
- রবিশঙ্কর প্রসাদ: আইন, যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি
- হরসিমরত কৌর বাদল: খাদ্যপ্রক্রিয়াকরণ
- থেবর চন্দ্র গহলৌত: সামাজিক ন্যায়, ক্ষমতায়ন
- এস জয়শঙ্কর: বিদেশ
- রমেশ পোখরিয়াল নিশঙ্ক: মানবসম্পদ উন্নয়ন
- অর্জুন মুন্ডা: আদিবাসী কল্যাণ
- স্মৃতি ইরানি: নারী ও শিশুকল্যাণ, বস্ত্র
- হর্ষ বর্ধন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রকাশ জাভড়েকর: পরিবেশ, বন, তথ্য ও সম্প্রচার
- পীযূষ গয়াল: রেল, শিল্প ও বাণিজ্য
- ধর্মেন্দ্র প্রধান: তেল ও প্রাকৃতিক গ্যাস, ইস্পাত
- মুখতার আব্বাস নকভি: সংখ্যালঘু উন্নয়ন
- প্রহ্লাদ জোশী: সংসদ বিষয়ক, কয়লা, খনি
- মহেন্দ্র নাথ পান্ডে: দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ
- অরবিন্দ গণপত সবন্ত: ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত সংস্থা
- গিরিরাজ সিং: পশুপালন, ডেয়ারি ও মৎস্য
- গজেন্দ্র শেখাওয়াত: জলশক্তি
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
- সন্তোষ কুমার গাঙ্গোয়ার: শ্রম ও কর্মসংস্থান
- রাও ইন্দ্রজিৎ সিং: পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ, পরিকল্পনা
- শ্রীপাদ যশ নাইক: আয়ুশ, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী
- জিতেন্দ্র সিংহ: উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন, প্রধানমন্ত্রী দফতর
- কিরেন রিজিজু: ক্রীড়া ও যুবকল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
- প্রহ্লাদ সিংহ পটেল: সংস্কৃতি ও পর্যটন
- রাজকুমার সিং: বিদ্যুৎ ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী
- হরদীপ সিং পুরী: আবাসন ও নগরোন্নয়ন, বিমান পরিবহণ, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী
- মনসুখলাল মাণ্ডব্য: জাহাজ, সার ও রসায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)
প্রতিমন্ত্রী
- ফগ্গন সিংহ কুলস্তে: ইস্পাত
- অশ্বিনীকুমার চৌবে: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ
- অর্জুন রাম মেঘওয়াল: সংসদ বিষয়ক, ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত সংস্থা
- ভি কে সিংহ: সড়ক পরিবহণ ও হাইওয়ে
- কৃষণ পাল: সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
- ডি আর দাদারাও: উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন
- জি কিষাণ রেড্ডি: স্বরাষ্ট্র
- পুরুষোত্তম রূপালা: কৃষি ও কৃষক কল্যাণ
- রামদাস আঠাওয়ালে: সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
- নিরঞ্জন জ্যোতি: গ্রামোন্নয়ন
- বাবুল সুপ্রিয়: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
- সঞ্জীব কুমার বালিয়ান: পশুপালন, ডেয়ারি ও মৎস্য
- ডি এস সামরাও: মানবসম্পদ উন্নয়ন, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি
- অনুরাগ সিংহ ঠাকুর: অর্থ ও কর্পোরেট বিষয়ক
- এ এস চান্নাবাসাপ্পা: রেল
- নিত্যানন্দ রাই: স্বরাষ্ট্র
- রতনলাল কাটারিয়া: জল শক্তি, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
- ভি মুরলীধরন: বিদেশ, সংসদ বিষয়ক
- রেণুকা সিংহ সারুতা: আদিবাসী কল্যাণ
- সোম প্রকাশ: শিল্প ও বাণিজ্য
- রামেশ্বর তেলি: খাদ্যপ্রক্রিয়াকরণ
- প্রতাপচন্দ্র ষড়ঙ্গী: ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পশুপালন, ডেয়ারি ও মৎস্য
- কৈলাস চৌধরি: কৃষি ও কৃষক কল্যাণ
- দেবশ্রী চৌধুরী: নারী ও শিশু কল্যাণ