জাস্ট দুনিয়া ডেস্ক: স্মিথ, ওয়ার্নার অন্ধকার থেকে আলোয় ফিরেছেন। তবুও যেন উদ্ভাসিত হননি!
মহাপাপের শাস্তি পেয়েছেন। তবুও যেন পুরোপুরি কলঙ্কমুক্ত হননি!
চারপাশে এক অদ্ভুত অস্বস্তি। বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসিত। নির্বাসন কাটিয়ে ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসা। তবুও যাচ্ছে না অতৃপ্তির আবহ!
ওঁরা রয়েছেন চোয়াল শক্ত করে।‘সবকিছু’র জবাব দিতে হবে বিশ্বকাপে। দৃঢ়প্রতিজ্ঞায় বেঁধেছেন নিজেদের। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শনিবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে আফগানিস্তানের বিরুদ্ধে। আর সেই ম্যাচেই সবার চোখ স্মিথ ও ওয়ার্নারের ওপর। অসি শিবিরের ভেতরে কান পাতলেই শোনা যাচ্ছে, রানের জন্য ক্ষুধার্ত দু’জনেই। ব্রেট লি–র মতো প্রাক্তনীও মনে করছেন, এবারের বিশ্বকাপে দলের হয়ে অবদান রাখবেন স্মিথ ও ওয়ার্নার।
আফগানিস্তান ম্যাচে ওয়ার্নারের খেলা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। গত বুধবার পেশিতে চোট পেয়েছিলেন ওয়ার্নার। কোচ জাস্টিন ল্যাঙ্গার প্রথমে জানান, সম্পূর্ণ ফিট থাকলেই খেলানো হবে ওয়ার্নারকে। আর খেললে তিনিই ওপেন করবেন। ল্যাঙ্গার বলেছিলেন, ‘ও খেলার জন্য মরিয়া, দলের বাকিদের মতোই। প্রচণ্ড উৎসাহী। খুব হাসছে। এগুলো ভাল লক্ষণ। কিন্তু কোনও ঝুঁকি নেব না আমরা।’ পরে চোট পরীক্ষার রিপোর্ট দেখে ওয়ার্নারকে ফিট ঘোষণা করা হয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠেছিলেন স্মিথ। ভরসা দিয়েছিলেন দলকে। কিন্তু দর্শকাসন থেকে স্মিথের উদ্দেশে ভেসে এসেছিল শিস। টিটকিরিও। ল্যাঙ্গার চাইছেন না, বিশ্বকাপের কোনও ম্যাচে এমন ঘটনার পুনরাবৃত্তি হোক। দর্শকদের কাছে তাঁর আর্জি, স্মিথ,ওয়ার্নারের সঙ্গে যেন এমন আচরণ না করা হয়। ল্যাঙ্গারের কথায়, ‘ক্রিকেট মাঠে যদি কোনও ক্রিকেটারকে লক্ষ্য করে শিস দেওয়া হয়, সেটা খুব হতাশাজনক। সেই প্লেয়ার যে দেশের হয়েই খেলুক না কেন। এটা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী।’
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে আফগান শিবিরের খবর কী? তারা মোটেই গুটিয়ে থাকছে না। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আফগানরা আত্মবিশ্বাসী। সে দেশের মুখ্য নির্বাচক দাওলত খান আহমদজাই বলেছেন, ‘২০১৫ বিশ্বকাপে কিন্তু রশিদ খান বা মুজিব উর রহমানরা ছিল না আমাদের দলে। তাই এবার লক্ষ্য, সেমিফাইনালে যাওয়া। অবশ্যই চমক দেওয়ার ক্ষমতা আমাদের আছে।’
তবুও নজর থাকবে সেই স্মিথ, ওয়ার্নারের ওপরই। দেখার, রশিদ–মুজিবদের কোণঠাসা করে দিতে পারেন কিনা।