প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে, বেঙ্গালুরু থেকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণমোদীর ভাষণের সময়। ছবি: ডিডির স্ক্রিনগ্র্যাব

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ অনেকটাই হতাশা কাটাকে সাহায্য করবে ইসরোর বিজ্ঞানীদের। শুক্রবার গভীর রাতে যখন বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখনও তিনি বেঙ্গালুরুর ইসরো সেন্টার ছেড়ে যাওয়ার আগে তাঁদের উৎসাহ দিয়ে গিয়েছিলেন। বলে গিয়েছিলেন, গোটা দেশ তাঁদের জন্য্য গর্বিত। এদিনও বেঙ্গালুরু থেকে সেই বার্তাই দিয়ে গেলেন তিনি।

বিক্রমের সঙ্গে আচমকাই সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিজ্ঞানীরা সমস্ত ডেটা বিশ্লেষণ করে দেখছেন। তিনি জানান, চাঁদের মাটি থেকে প্রায় ২.১ কিলোমিটার দূরেই আচমকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপাতত পুনঃসংযোগের অপেক্ষায় ইসরোর বিজ্ঞানীরা।

এর পরেই প্রধানমন্ত্রী ইসরোর চেয়ারম্যান-সহ অন্য বিজ্ঞানীদের কাছে ডেকে নেন। তাঁদের উদ্দেশে বলেন, ‘‘অভিনন্দন। এটা কোনও ছোট সাফল্য নয়। গোটা দেশ আপনাদের জন্য গর্বিত। আমরা পারব।’’ এর পর তিনি চেয়ারম্যানের পিঠ চাপড়ে দেন।

দেখে নিন কী বললেন মোদী।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

(ইসরোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন চন্দ্রযানের, বিজ্ঞানীদের মোদী বললেন, ‘দেশ গর্বিত’, দেখুন ভিডিও)