জাস্ট দুনিয়া ডেস্ক: ইসরোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন চন্দ্রযানের, ফলে একেবারে শেষ মুহূর্তে এসে বিজ্ঞানীদের কাছে আর পৌঁছল না, তার পাঠানো বার্তা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চেয়ারম্যান কে শিবন জানিয়ে দিলেন, চাঁদের কক্ষপথে থাকা অরবাইটারের কাছে কোনও তথ্য পাঠাচ্ছে না চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অরবাইটার এবং ল্যান্ডারের মধ্যে।
শুক্রবার গভীর রাত। ঘড়ির কাঁটা তখন ঠিক দুটোর ঘর ছুঁয়েছে। ইসরোয় উপস্থিত সকলের মুখ হঠাৎ করেই থমথমে। এমনকি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এত ক্ষণ হালকা হাসি লেগে ছিল, তিনিও আচমকাই বড্ড গম্ভীর। ইসরোর চেয়ারম্যানকেও উদ্বিগ্ন মুখে দেখা যাচ্ছে টিভির পর্দায়। তার কয়েক মিনিট আগেই অর্থাৎ রাত ১টা ৫৩ মিনিটে চাঁদের মাটিতে নামার কথা ছিল বিক্রমের। রুদ্ধশ্বাস মুহূর্ত পেরিয়ে ইতিহাসে ঢুকে পড়বে ভারত। কিন্তু আচমকাই সবটা থমথমে।
টিভির পর্দায় দেখা যাচ্ছে, গভীর উদ্বেগ ও উৎকন্ঠার ছাপ ইসরোর বিজ্ঞানীদের চোখেমুখে। সমস্ত তথ্য খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। মিনিট কয়েকের মধ্যেই দেখা গেল, প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে গেলেন কে শিবম। প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালেন। দু’জনের কথা হল। তার পর প্রধানমন্ত্রী নেমে এলেন। এর পরেই শিবম ঘোষণা করলেন, বিক্রমের সঙ্গে আচমকাই সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিজ্ঞানীরা সমস্ত ডেটা বিশ্লেষণ করে দেখছেন। তিনি জানান, চাঁদের মাটি থেকে প্রায় ২.১ কিলোমিটার দূরেই আচমকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপাতত পুনঃসংযোগের অপেক্ষায় ইসরোর বিজ্ঞানীরা।
এর পরেই প্রধানমন্ত্রী ইসরোর চেয়ারম্যান-সহ অন্য বিজ্ঞানীদের কাছে ডেকে নেন। তাঁদের উদ্দেশে বলেন, ‘‘অভিনন্দন। এটা কোনও ছোট সাফল্য নয়। গোটা দেশ আপনাদের জন্য গর্বিত। আমরা পারব।’’ এর পর তিনি চেয়ারম্যানের পিঠ চাপড়ে দেন।
India is proud of our scientists! They’ve given their best and have always made India proud. These are moments to be courageous, and courageous we will be!
Chairman @isro gave updates on Chandrayaan-2. We remain hopeful and will continue working hard on our space programme.
— Narendra Modi (@narendramodi) September 6, 2019
জেনে নিন যে দিন চন্দ্রযান টু উৎক্ষেপণ হয়েছিল সে দিনের কাহিনি
বেঙ্গালুরুতে এ দিন ইসরোর কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং বিজ্ঞানীদের সঙ্গে গোটা ঘটনাটি দেখতে উপস্থিত ছিল ৭০ জন স্কুল পড়ুয়াও। ইসরো আয়োজিত কুইজ কম্পিটিশনের ফলাফলের ভিত্তিতে সারা দেশ থেকে এই ৭০ জন স্কুল পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছিল। এ দিন বিক্রমের সঙ্গে গ্রাউন্ড স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ওই পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে হাসি মুখেই কথা বলেন তিনি। এক ছাত্র যখন তাঁকে জানায়, সে দেশের রাষ্ট্রপতি হতে চায়, প্রধানমন্ত্রী তখন তাঁকে হেসে পাল্টা প্রশ্ন করেন, ‘‘কেন প্রধানমন্ত্রী নয়?’’
তবে এখনও আশার আলো দেখার অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা। যে কোনও মুহূর্তে হয়তো ফের সংযোগ তৈরি হতে পারে। বিজ্ঞানীদের সঙ্গে আশায় রয়েছে গোটা দেশ।
দেখুন লাইভ
Watch Live : Landing of Chandrayaan2 on Lunar Surface https://t.co/zooxv9IBe2
— ISRO (@isro) September 6, 2019
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)