জাস্ট দুনিয়া ডেস্ক: আব্দুল কাদির প্রয়াত হলেন ৬৩ বছর বয়সে। পাকিস্তানের এই বিখ্যাত স্পিনারে লাহৌরে তাঁর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আব্দুল কাদির রেখে গেলেন স্ত্রী, চার ছেলে ও এক মেয়েকে। তাঁর একমাত্র মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাকিস্তানেরই ক্রিকেটার উমর আকমল। পাকিস্তানের প্রাক্তন এই স্পিন গ্রেটের মৃত্যুতে শোকের ছায়া দেশের ক্রিকেটে।
তিনি দেশের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি একদিনের ম্যাচ খেলেছেন।তাঁর মোট আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ৩৬৮। ১৫ সেপ্টেম্বরই ছিল তাঁর ৬৪তম জন্মদিন। যা আর পালন করা হল না।
ভারতীয় ক্রিকেট ফ্যানদের স্মৃতিতে অবশ্য সব থেকে বেশি থেকে গিয়েছে ১৬ বছরের সচিনের সঙ্গে কাদিরের সেই লড়াইয়ের কাহিনী। কী ভাবে বিখ্যাত কাদিরকে পরাস্ত করেছিলেন সচিন তেন্ডুলকর। তার পর সচিনকে তাঁর সেই স্লেজিংয়ের ঘটনা।
তবে পাকিস্তান ক্রিকেটের সাফল্যের পিছনে অনেক বড় ভূমিকা রেখেছেন তিনি তাঁর সময়ে।
Remember playing against Abdul Qadir, one of the best spinners of his times. My heartfelt condolences to his family. RIP. pic.twitter.com/iu03d45sJ0
— Sachin Tendulkar (@sachin_rt) September 7, 2019
(খেলার জগতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)