জাস্ট দুনিয়া ডেস্ক: সারা দেশ ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনও তিনি কাশ্মীরে থাকছেন তো কখনও তিনি অসমে। এদিন তিনি হাজির ছিলেন অসমের ডিফুতে (Modi At Diphu)। এদিন বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। এবং তা যে অসমের এই অংশের আগামী প্রজন্মের কাজে লাগবে তাও জানিয়ে দিলেন তিনি। এদিন বেশ কিছু কলেজ, ইনস্টিটিউটের শিলান্যাস করেন তিনি। কার্বি আংলংয়ের অনুষ্ঠান সেরে তিনি যান ডিব্রুগড়। সেখানেও বেশ কিছু কর্মসূচি ছিল তাঁর। তাঁর মধ্যে অন্যতম ৭টি ক্যান্সার সেন্টারের শিলান্যাস করলেন তিনি। এছাড়া অসমে অনেকগুলো বড় হাসপাতালের শাখা খোলার কথাও জানালেন। শুনে নিন কী কী বললেন তিনি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)