জাস্ট দুনিয়া ডেস্ক: পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ৩১৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে যে উত্তরপ্রদেশের উন্নয়নকে তরান্বিত করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই মোদী সরকারের। ৬ লেনের এই রাস্তা উদ্বোধন করে আগের সরকারের সমালোচনাও করতে ছাড়লেন না। সামনেই উত্তরপ্রদেশে ভোট। তার আগে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তাঁর মুখে এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসাও শোনা গেল। এই রাস্তা তৈরির জন্য আদিত্যনাথকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘‘এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের গৌরব। আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের মানুষকে সমর্পণ করছি। উত্তরপ্রদেশের উন্নয়নের উদাহরণ হয়ে থাকবে এই এক্সপ্রেসওয়ে।’’ শুনে নিন উদ্বোধনের পর কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)