জাস্ট দুনিয়া ব্যুরো: কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বৈঠক হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা ওই বৈঠকে সোমবার ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন প্রধানমন্ত্রীর ওই ভিডিয়ো বৈঠকে। কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করা ছাড়াও করোনা পরীক্ষার নতুন যন্ত্র ও পরীক্ষাগার রাজ্যগুলির নাইসেডকে দেবেন প্রধানমন্ত্রী। আইসিএমআর-এর মাধ্যমে তা পাওয়া যাবে। এমনটাই জানা গিয়েছে।
ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে মমতা জানিয়েছেন, রাজ্যে মোট ৮১টি ল্যাব রয়েছে, তবে করোনার নমুনা পরীক্ষার জন্য আরও বেশি ল্যাব দরকার। একই সঙ্গে তিনি জানান, রাজ্যে ১০৬টি সেফ হাউস তৈরি করা হয়েছে। করোনা যুদ্ধে রাজ্য আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে ইতিমধ্যে। তিনি আরও টাকার প্রয়োজন রয়েছে বলে জানান মোদীকে। কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদীকে মমতা জানান, করোনা মোকাবিলায় কেন্দ্রের থেকে ১২৫ কোটি টাকা পাওয়া গিয়েছে। এখনও রাজ্যের ৫৩ হাজার কোটি টাকা পাওনা। তিনি কোভিডের জন্য আলাদা তহবিল করার দাবি জানান।
করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন
যত দিন টিকা না আসে তত দিন সতর্ক থাকতে দেশবাসীকে বার্তা দিয়েছেন মোদী। তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস করোনার বিরুদ্ধে লড়াই আমরা জিতবও।’’ কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বৈঠক চলাকালীন মোদী বলেন, ‘‘পিপিই তৈরিতে ভারত এখন দ্বিতীয়। করোনা পরীক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। দেশে ১ হাজার ৩০০ ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে। এখন লক্ষ্যমাত্রা, প্রতি দিন ১০ লক্ষ পরীক্ষা।’’
দেশের বিজ্ঞানীরা করোনার টিকা তৈরির চেষ্টা করছেন বলে এ দিন দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘ দেশে সুস্থতার সংখ্যা বাড়ছে। দেশের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে।’’
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)