রঘুবংশপ্রসাদ সিং প্রয়াত, লালু লিখলেন, ‘এত দূরে চলে গেলেন, খুব মিস করব!’

রঘুবংশপ্রসাদ সিং প্রয়াতরঘুবংশপ্রসাদ সিং

জাস্ট দুনিয়া ডেস্ক: রঘুবংশপ্রসাদ সিং প্রয়াত, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। রবিবার সকালে দিল্লির এইমসে তাঁর মৃত্যু হয়। বিহার রাজনীতির অন্যতম প্রবীণ মুখ রঘুবংশপ্রসাদ গত শুক্রবারই আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন। সেই লালুপ্রসাদ এ দিন রঘুবংশের মৃত্যুর খবর পেয়েই টুইট করেছেন, ‘ডিয়ার রঘুবংশবাবু! এ আপনি কী করলেন?’

গত জুনেই রঘুবংশপ্রসাদ করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেই সময় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই রঘুবংশপ্রসাদকে পটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় দিল্লির এইমসে। দিল্লিতে আসার পরেই তাঁর করোনা পরবর্তী শারীরিক জটিলতা দেখা দেয়। গত দু’দিন ধরেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এ দিন সকাল ১১টা নাগাদ মারা যান রঘুবংশপ্রসাদ।


দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন সকালে বিহারে পেট্রোলিয়াম প্রজেক্ট নিয়ে কথা বলছিলেন। তিনি শুরু করেন রঘুবংশপ্রসাদ সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মোদী বলেন, ‘‘আমাদের মধ্যে রঘুবংশপ্রসাদ সিং আর নেই। বিহারের পাশাপাশি গোটা দেশের রাজনীতিতে তাঁর চলে যাওয়া এক বিরাট শূন্যতা তৈরি করল।’’ একই সঙ্গে মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বলেছেন, ‘‘রঘুবংশপ্রসাদ সিং তাঁর শেষ চিঠিতে যে ইচ্ছের কথা লিখেছেন, তা পূরণের জন্য আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করা উচিত।’’

দীর্ঘ কয়েক দশক ধরেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের সঙ্গেই ছিলেন রঘুবংশপ্রসাদ সিং। লালুকে হাতে লেখা চিঠিতে তিনি লিখেছিলেন, ‘‘প্রাক্ত মুখ্যমন্ত্রী কর্পূরী টাকুরের মৃত্যুর পর দীর্ঘ ৩২ বছর আমি আপনার পাশে দাঁড়িয়েছি। কিন্তু আর নয়।’’ বিহার রাজনীতির অন্দরের খবর যাঁরা রাখেন, তাঁরা জানেন, লালুপ্রসাদ জেলে যাওয়ার পর থেকে আরজেডি মূলত চালান তাঁর ছেলে তেজস্বী যাদব। আর দলে রঘুবংশপ্রসাদ সিংয়ের মতো নেতাদের খারাপ থাকার শুরুও সেই সময় থেকে। ২০১৪-র লোকসভা নির্বাচনে রঘুবংশপ্রসাদ সিং হেরে গিয়েছিলেন যাঁর কাছে, সেই রামা সিংকে দলে নেওয়ার পর থেকেই খারাপ থাকার সূত্রপাত। তবে লালু সেই চিঠি পেয়ে রঘুবংশপ্রসাদ সিংকে বুঝিয়ে দিয়েছিলেন, এত সহজে তিনি তাঁর পুরনো বন্ধুকে ছেড়ে দিতে যেতে নারাজ। তিনি লিখেছিলেন, ‘‘আমি এটা বিশ্বাস করতে পারছি না। প্রথমে আপনি সুস্থ হয়ে উঠুন। তার পর আমরা কথা বলব। আপনি কোথাও যাচ্ছেন না। জানি।’’

কিন্তু এ দিন রঘুবংশপ্রসাদ সিং প্রয়াত হওয়ার পর শোকস্তব্ধ লালু লিখেছেন, ‘‘ডিয়ার রঘুবংশবাবু! এ আপনি কী করলেন? গত পরশুই আমি বললাম, আপনি কোথাও যাচ্ছেন না। কিন্তু আপনি এত দূরে চলে গেলেন! আমি কথা হারিয়ে ফেলছি। আমি ব্যথিত। আপনাকে খুব মিস করব।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)