জাস্ট দুনিয়া ডেস্ক: Sikkim Paragliding Accident -এ মৃত্যু হল এক পর্যটক ও পাইলটের। মৃত পর্যটকের নাম ঈশা রেড্ডি। তিনি তেলেঙ্গানার বাসিন্দা। উত্তর সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন। সঙ্গে ছিল পাইলটও। কিন্তু হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে যায়। জোড়ে হাওয়া বইতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা খায় প্যারাগ্লাইডারটি। মনে করা হচ্ছে তাতেই তাঁরা বড় চোট পেয়েছিলেন। তার পর দু’জনেই পড়ে যান লাচুং নদীতে।
জলের প্রবল স্রোতে অনেক দূর ভেসেও যান তাঁরা। নদীতে পাথর থাকায় তাতেও ধাক্কা খান তাঁরা। আর তাতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত আইটিবিপি দল এসে দু’জনের দেহ উদ্ধার করে। আইটিবিপির তরফেই টুইট করে ঘটনার কথা জানানো হয়েছে।
দেখুন সেই টুইট—
The Paraglider was seen losing control due to strong winds and both the guide & the tourist fell into the Lachung river and swept away in the fast river current. pic.twitter.com/HC4qHeHYzD
— ITBP (@ITBP_official) April 1, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)