IPL 2022, PBKS vs KKR: রাসেল ঝড়ে উড়ে গেল পঞ্জাব

IPL 2022, PBKS vs KKR Match

গত ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে হার থেকে শিক্ষা নিয়ে শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (IPL 2022, PBKS vs KKR)। আর তৃতীয় ম্যাচেই উমেশ যাদব ও আন্দ্রে রাসেলের দুরন্ত পারফরমেন্সে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। লিখলেন সুচিন্তা পাল চৌধুরী


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে আসেন মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান। প্রথম ওভারেই উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ৫ বলে ১ রান করে ফিরে যান ক্যাপ্টেন মায়াঙ্ক। এরপর মাঠে আসেন ভানুকা রাজাপক্ষ। মাত্র ৯ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন ভানুকা। ৪ ওভারের মাথায় শিভম মাভির বলে টিম সাউদির হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভানুকা।

৬ ওভারের মাথায় শিখরের উইকেট হারায় পঞ্জাব। সাউদির বলে ১৬ রান করে বিলিংসের হাতে ক্যাচ আউট হন তিনি। এরপর মাঠে আসেন ইংল্যান্ড তারকা লিয়াম লিভিংস্টোন। ১৬ বলে ১৯ রান করে সাউদির হাতে বল তুলে মাঠ ছাড়েন তিনি।
৪টি বড় উইকেট হারিয়ে ৯ ওভারে পঞ্জাবের স্কোর দাঁড়ায় ৭৮-৪। এরপর মাঠে আসেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ বাওয়া। ১০ ওভারের মাথায় রাজকে নিজের বিশেষ কায়দায় বোল্ড আউট করেন সুনীল নারিন। ১৩ ওভারের মাথায় সাউদির বলে রানার হাতে ক্যাচ তুলে শূন্য হাতে ফিরে যান শাহরুখ খান। এক্ষেত্রে রানার ক্যাচ প্রশংসার যোগ্য। এদিন কেকেআর-এর ফিল্ডিংও ছিল অনবদ্য।

এরপর ১৫ ওভারে ২ বলের ব্যবধানে হরপ্রীত ব্রার এবং রাহুল চাহারের উইকেট নেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা উমেশ। ১৯ ওভারে যখন পঞ্জাবের রান ১৩৭ তখন রাসেলের বলে ছয় মারার চেষ্টা করেন রাবাডা। সেই বল লক্ষ্য করে ছুটে আসছিলেন রাসেল, রাহানে ও সাউদি। মনে হচ্ছিল ক্যাচটা মিস হবে ঠিক সেই সময় দুর্ধর্ষ ক্যাচ ধরে ক্যাচ অফ দ্য ম্যাচের দাবিদার হয়ে যান সাউদি। অর্শদীপ সিং-এর রান আউটের সঙ্গেই ১৩৭ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। ১২ বলে ৯ রান করে অপরাজিত থাকেন ওডিয়ান স্মিথ। কলকাতার সামনে ১৩৮ রানের লক্ষ্য রাখে পঞ্জাব।

১৩৮ রান তাড়া করতে কলকাতার হয়ে ওপেন করতে নামেন অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আয়ার। ২ ওভারের মাথায় প্রথম উইকেট হারায় নাইট শিবির। ১১ বলে ১২ রান করে রাবাডার বলে স্মিথের হাতে ক্যাচ আউট হন রাহানে। ৫ ওভারের মাথায় স্মিথের বলে হরপ্রীতের হাতে বল তুলে মাঠ ছাড়েন ভেঙ্কটেশ। ৭ বলে তাঁর রান মাত্র ৩। এরপর মাঠে আসেন ক্যাপ্টেন শ্রেয়াস। ৭ ওভারের মাথায় চাহারের বলে রাবাডার হাতে কার্যত বল তুলে ১৫ বলে ২৬ রান করে ফিরে যান ক্যাপ্টেন। একই ওভারে আবারও চাহারের বলে এলবিডব্লিউ আউট হন নিতীশ রানা।

৭ ওভারের মাথায় কেকেআর-এর স্কোর যখন ৫১-৪ তখন ব্যাট হাতে মাঠে আসেন আন্দ্রে রাসেল। সঙ্গে ছিলেন স্যাম বিলিংস। ১২ ওভারে কেকেআরের স্কোর দাঁড়ায় ৮০-৪। এরপরই শুরু হল রাসেল ঝড়। ১২ নম্বর ওভারটি করছিলেন রাসেলের জাতীয় দলের সতীর্থ তথা তাঁর ভক্ত ওডিয়ান স্মিথ। স্মিথের ওভার থেকে আসে ৩০ রান যার মধ্যে ২৮ রানই রাসেলের। ১৫ ওভারের মাথায় ৩১ বলে ৭০ নটআউটের বিধ্বংসী ইনিংস খেলে ৩৩ বল বাকি থাকতেই কেকেআর-কে জয় এনে দেন রাসেল। ২৩ বলে ২৪ রান করে সমানতালে রাসেলকে সঙ্গ দিয়ে গিয়েছেন স্যাম বিলিংস। অবশেষে রাসেল ও বিলিংসের ৯০ রানের জুটির কাছে থেমে গেল পঞ্জাবের বোলিং। গুরুত্বপূর্ণ সময়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা উমেশ যাদব।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)