জাস্ট দুনিয়া ডেস্ক: উত্তপ্ত কাশ্মীর ফের দু’দেশের কথাবার্তায় বাধা হয়ে দাঁড়াল। বৃহস্পতিবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শান্তি বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু, কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে অপহৃত তিন পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। আর তাতেই ভেস্তে যেতে বসেছে গোটা প্রক্রিয়া। এমনকি, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে আগামী সপ্তাহে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে আলোচনায় বসার কথা ছিল এ দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের, কিন্তু এ দিন বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘‘আলোচনা আর সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না।’’ ওই বৈঠক বাতিলের কথা জানিয়ে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই ইমরান খানের আসল মুখটা বেরিয়ে পড়ল।
শুক্রবার জম্মু-কাশ্মীরের বাতাগুন্ড গ্রাম থেকে নিসার আহমেদ নামে এক কনস্টেবল এবং দুই এসপিও (স্পেশাল পুলিশ অফিসার) ফিরদৌস আহমেদ ও কুলবন্ত সিংহকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। ওই গ্রামের বাসিন্দারা জানান, জঙ্গিদের আটকাতে তাদের পিছু ধাওয়া করেছিলেন ওঁরা। অনুরোধও করেছিলেন ছেড়ে দিতে। কিন্তু জঙ্গিরা শূন্যে গুলি চালিয়ে ওই তিন অপহৃতকে নিয়ে নদী পেরিয়ে পালিয়ে যায়। এর পর বাতাগুন্ড গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে ওয়াঙ্গম এলাকায় একটি ফলের বাগান থেকে মেলে তিন পুলিশকর্মীর মৃতদেহ। এর পরেই টুইটারে গোটা ঘটনার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী।
দিন কয়েক আগে হিজবুল জঙ্গিরা একটি ভিডিয়ো পোস্ট করেছিল সোস্যাল মিডিয়ায়। সেখানে জম্মু-কাশ্মীরের পুলিশ কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, ‘ইস্তফা দিন, নইলে মরুন’! তার পরেই এ দিন তিন পুলিশ কর্মীর খুনের ঘটনায় জম্মু-কাশ্মীরের ৬ পুলিশকর্মী পদত্যাগ করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পুলিশ কর্মীদের চাকরি ছাড়ার যে খবর সংবাদ মাধ্যমে এসেছে, তা একেবারেই সত্য নয়।
সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি, সরিয়ে দেওয়া হল অধীর চৌধুরীকে
সপ্তাহ তিনেক আগে দক্ষিণ কাশ্মীরে তিন পুলিশকর্মী ও তাঁদের পরিবারের আট সদস্যকে অপহরণ করেছিল হিজবুল জঙ্গিরা। ডজনখানেক জঙ্গি পরিবারের সদস্যকে মুক্তি দেওয়ার পর ওই ১১ জনকে ছেড়ে দেয় জঙ্গিরা। আগামী অক্টোবরে জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই মুফতি মহম্মদ সইদের পিডিপি ভোট বয়কটের ঘোষণা করেছে। অন্য দিকে, বয়কটের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিও।
Wreath laying ceremony for 3 of our brave colleagues Nisar Ahmad, Firdous Ahmad & Kuldeep Singh martyred today in a barbaric act of terror held at DPL Shopian. Civil and Police officers led by IGP Kashmir laid floral wreaths and paid rich tributes to the martyrs. @JmuKmrPolice pic.twitter.com/QvAG4llnEt
— Kashmir Zone Police (@KashmirPolice) September 21, 2018