জাস্ট দুনিয়া ডেস্ক: ইসলামপুর উত্তপ্ত, বৃহস্পতিবারের ঘটনায় আরও এক গুলিবিদ্ধ ছাত্রের মৃত্যু হয়েছে শুক্রবার। তার নাম তাপস বর্মন। সে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলের প্রাক্তন ছাত্র। ওই দিনের ঘটনায় তার গায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। এ দিন সকালে সেখানেই তার মৃত্যু হয়। এই নিয়ে দাড়িভিট হাইস্কুলের ঘটনায় ২ জনের মৃত্যু হল।
এ দিন বিকেলে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি জানান, বিপ্লব সরকার নামে এক ছাত্র এই মুহূর্তে পায়ে গুলি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গুলি লেগেছে অন্য এক পুলিশ কর্মীর গায়েও। সুমিত কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই দু’জনের মৃত্যু গুলি লেগেই হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়। তা হলে কারা গুলি চালিয়েছিল? সে বিষয়ে পুলিশ সুপার স্পষ্ট ভাবে কিছু বলেননি।
পুলিশ সুপার জানিয়েছেন, ওই গন্ডগোলের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ঘটনার সময় বিজেপি কর্মীদের একাংশ সেখানে হাজির ছিলেন। এমনকি উন্মত্ত জনতার কাছে বোমা এবং নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ছিল। গোটাটাই তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, পুলিশ কোনও ভাবেই গুলি চালায়নি। তা হলে দাড়িভিটে কারা গুলি চালাল? পুলিশ সুপার জানিয়েছেন, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ-ছাত্র সংঘর্ষে গুলিতে মৃত্যু এক ছাত্রের, পুলিশের দাবি গুলি চলেনি
বৃহস্পতিবার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। অবরোধ, লাঠিচার্জ, ইট-পাথর ছোড়া থেকে শুরু করে বোমা-গুলিও চলে বলে অভিযোগ। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গিয়েছে রাজেশ সরকার নামে এক আইআইটি ছাত্রের। এ দিন সকালে মারা যায় তাপস বর্মন। ঘটনার পর বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দাবি করে, মৃত রাজেশ সরকার তাঁদের সংগঠনের এগ্জিকিউটিভ কমিটির সদস্য। উত্তর দিনাজপুর জেলা জুড়ে এ দিন ১২ ঘণ্টা বন্ধের ডাক দেয় বিজেপি। ছাত্র ধর্মঘটের ঘোষণা করে এবিভিপি। বন্ধ ঘিরে সকাল থেকেই ইসলামপুর-সহ জেলার বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে।