রাস্তায় হৃদরোগে আক্রান্ত এক ব্যাক্তিকে নিয়ে হাসপাতালে ছুটলেন ট্র‍্যাফিক পুলিশ

রাস্তায় হৃদরোগে আক্রান্ত

জাস্ট দুনিয়া ডেস্ক:  রাস্তায় হৃদরোগে আক্রান্ত এক ব্যাক্তি। গাড়ি চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাস্তা থেকে সেই ওই গাড়িচালকের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ করে তাঁকে গাড়ির পিছনে বসিয়ে সোজা হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত এক ট্র্যাফিক কনস্টেবল। অত্যন্ত দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে প্রাণে বেঁচে যান ওই গাড়িচালক। মহারাষ্ট্রের ঠাণের এই ঘটনায় কর্তব্যরত ওই কনস্টেবল পান্ধারিনাথ মুন্ডেকে পুরস্কৃত করা হতে পারে।

বুধবার দুপুরে ঠাণের কাছে খাড়িগাঁও টোল প্লাজার সামনে ডিউটি করছিলেন বছর পঁয়ত্রিশের পান্ধারিনাথ মুন্ডে। সেই সময় তিনি দেখতে পান, রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ির চালক কেমন যেন স্টিয়ারিং-এর উপরে ঢলে পড়েছেন। ওই যুবকের নাম নিখিল টাম্বোলে। তাঁর বয়স ২৩। নিখিলকে ওই অবস্থায় দেখে বিপদ আঁচ করেন কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবল পান্ধারিনাথ মুন্ডে। দেরি করেননি তিনি। নিখিলকে গাড়ির পিছনের আসনে চাপিয়ে সোজা রওনা হন হাসপাতালের পথে। কনস্টেবলের তৎপরতায় এ দিন প্রাণে বাঁচলেন হৃদরোগে আক্রান্ত ওই যুবক।

নিখিল টাম্বোলে গাড়ি চালিয়ে তাঁর বয়স্ক বাবাকে নিয়ে পাদঘা থেকে ঠাণের দিকে যাচ্ছিলেন। খাড়িগাঁও টোল প্লাজার সামনে তাঁকে অসুস্থ অবস্থায় দেখেন পান্ধারিনাথ মুন্ডে। ওঁর তৎপরতায় নিখিল বেঁচে গিয়েছেন।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে নিখিল নিজের গাড়ি চালিয়ে তাঁর বাবাকে নিয়ে পাদঘা থেকে ঠাণের দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ খাড়িগাঁও টোল প্লাজার সামনে পৌঁছনোর পরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। সেখানে কর্তব্যরত কনস্টেবল ৩৫ বছরের পান্ধারিনাথ ঘটনাটি দেখতে পান। নিখিলকে পিছনে বসিয়ে ঠাণের একটি হাসপাতালে নিয়ে যান তিনি।

থ্রি স্মোকিং ব্যারেলস ছবির ট্রেলার কলকাতায় মুক্তি পেল

ঠাণে থানার মুখপাত্র সুখাদা নারকার বলেন, ‘‘নিখিল টাম্বোলে গাড়ি চালিয়ে তাঁর বয়স্ক বাবাকে নিয়ে পাদঘা থেকে ঠাণের দিকে যাচ্ছিলেন। খাড়িগাঁও টোল প্লাজার সামনে তাঁকে অসুস্থ অবস্থায় দেখেন পান্ধারিনাথ মুন্ডে। ওঁর তৎপরতায় নিখিল বেঁচে গিয়েছেন।’’

হাসপাতাল সূত্রে খবর, আর কিছু ক্ষণ দেরি হলে বাঁচানো যেত না ওই যুবককে। মুন্ডের তৎপরতার প্রশংসা করেছেন মহারাষ্ট্রের ডিসিপি ট্র্যাফিক অমিত কালে। মহারাষ্ট্র পুলিশের বার্ষিক অনুষ্ঠানে পুরস্কারের জন্য কনস্টেবল পান্ধারিনাথের নাম প্রস্তাব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত নিখিলের অবস্থা স্থিতিশীল। তবে আরও কিছু দিন তাঁকে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে।